শুধু মুশফিককে কৃতিত্ব দিতে নারাজ ইমরুল

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চিটাগাং ভাইকিংসের অসাধারণ জয়ে শুধু মুশফিকুর রহিমকে কৃতিত্ব দিতে নারাজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলপতি ইমরুল কায়েস। চিটাগাংয়ের ওপেনার মোহাম্মদ শেহজাদকেও কৃতিত্ব দিচ্ছেন ইমরুল।
শেহজাদের ঝড়ো শুরুর কল্যাণেই ম্যাচ জেতানো সহজ হয়েছে মুশফিকের এমনটা মনে করছেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জানান,

'মুশফিকের সম্পর্কে বলার কিছুই নেই। সে সবসময় বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান। মুশফিক অবশ্যই ভালো ব্যাটিং করেছে। তবে শুরুতে শেহজাদ ভালো ব্যাটিং করেছে, এটা ওদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
'শেহজাদ যদি ওইরকম শুরু না করতো, তাহলে মুশফিক আসলে আরও বেশি লক্ষ্য পেতো; তখন হয়তো সে খেলতে পারতো না।'
ম্যাচটিতে ছয়টি চার এবং দুটি ছক্কায় ২৭ বলে ৪৬ রানের ইনিংস খেলে ঝড়ো সূচনা এনে দিয়েছিলেন শেহজাদ। পরবর্তীতে ৪১ বলে ৭৫ রানের বিধ্বংসী এক ইনিংসে দলের জয় নিশ্চিত করেন মুশফিক।
শেহজাদের সৌজন্যে পাওয়ার প্লে'তে এক উইকেট হারিয়ে ৬১ রান করেছে চিটাগাং। আর তাতেই ম্যাচ জেতাতে সুবিধা হয়েছে মুশফিকের। ইমরুল আরও জানান,
'প্রথম ইনিংসে এতো বেশি রান হওয়ার পরে দ্বিতীয় ইনিংসের প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ। ওরা সেটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পেরেছে। তাই আমার মনে হয় শেহজাদের ব্যাটিংটা ওদের জন্য বোনাস হিসেবে ছিল।'