promotional_ad

পেরেরার বিস্ফোরণ ছাপিয়ে মুশফিকের ম্যাচ জয়ী ইনিংস

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৪১ বলে ৭৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চিটাগাং ভাইকিংসকে জয় এনে দিয়েছেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম।


অসাধারণ এই ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছক্কার মার। ১৮৪ রান টপকে দলকে জেতানো মোটেই সহজ ছিল না মুশফিকের জন্য। তিনি যখন উইকেটে আসেন তখনও ৭৬ বলে ১২১ রান প্রয়োজন ছিল চিটাগাংয়ের।



promotional_ad

সেখান থেকে অসাধারণ ইনিংসটি খেলে তিনি যখন বিদায় নেন, তখন দলের প্রয়োজন ছয় বলে সাত রান! তাঁর এই ইনিংস হার মানিয়েছে থিসারা পেরেরার বিধ্বংসী ইনিংসকেও।


আগের ইনিংসেই কুমিল্লার হয়ে ২৬ বলে অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন থিসারা। ইনিংসে ছিল তিনটি চার এবং আটটি ছক্কার মার।


২০ বলে ফিফটিও হাঁকিয়েছিলেন থিসারা। কিন্তু সেই ইনিংসও ম্লান হয়ে গেল মুশফিকের ম্যাচ জেতানো ইনিংসটির কাছে। রবিবার বিপিএলের আরেক ম্যাচে রংপুরের বিপক্ষে শেষ ওভারে বল করে রাজশাহী কিংসকে জিতিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। 



রাজশাহীর হয়ে ৩৬ বলে ৪২* রানের ম্যাচ জেতানো একটি ইনিংস খেলেছিলেন উইকেটরক্ষক জাকির হাসান। তবে সবকিছুকেই ছাপিয়ে গেল ভাইকিংস দলপতির এমন ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball