আমি ক্যারিবিয়ানদের মতো নইঃ জাকির

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজ ক্রিকেটারদের মতো পেশি শক্তি নির্ভরশীল হয়ে নয়, ক্রিকেটের গুণগত মান অনুসরণ করে টেকনিক্যাল ইনিংস খেলেও টি-টুয়েন্টিতে সাফল্য পাওয়া যায়, বলে মনে করছেন রাজশাহী কিংসের উইকেটরক্ষক জাকির হাসান।
রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৬ বলে দুটি চার ও একটি ছক্কায় ৪২* রানের ম্যাচ জয়ী একটি ইনিংস খেলেছেন জাকির। দুর্দান্ত এই ইনিংস খেলে দল জেতানোর পর এমন মনোভাব প্রকাশ করেছেন তিনি।

'আসলে এই উইকেট একটু কঠিন ব্যাটিং এর জন্য। আমি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মত শক্তিশালী না। এই উইকেটে একটু টেকনিক্যালি খেলতে হয়। আমি সেটাই চেষ্টা করেছি।'
এদিকে এমন ইনিংস খেলার পর আত্মবিশ্বাসও অনেকখানি বেড়েছে জাকিরের। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পারফর্মার জানান,
'অবশ্যই বেড়েছে আত্মবিশ্বাস। প্রতিটি ইনিংসেই আত্মবিশ্বাস বাড়ে। ভালো ইনিংসেই মানুষের আত্মবিশ্বাস বাড়ে। আশা করি এই ইনিংস আমাকে সামনে আরও আত্মবিশ্বাস দিবে।'