প্রতিভার অপচয় হচ্ছে ম্যাক্সওয়েলেরঃ বোর্ডার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডে
স্ক রিপোর্ট ||ভারতে
র বিপক্ষে প্রথম ওয়ানডেতে গ্ল্যান ম্যাক্সওয়েলকে ৭ নম্বরে নামানোর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান অ্যালান বোর্ডার।সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছিলো স্বাগতিকরা। ৪৮তম ওভারে খেলতে নেমে মাত্র ৫ বল খেলার সুযোগ পেয়েছিলেন ম্যাক্সওয়েল।

আর এখানেই আপত্তি বোর্ডারের। ফক্স স্পোর্টসের সাথে আলাপকালে কিংবদন্তী এই ক্রিকেটার জানিয়েছেন অ্যারন ফিঞ্চের দলের সাথে থেকে প্রতিভা নষ্ট হচ্ছে ম্যাক্সওয়েলের। তিনি বলেছেন, 'আমার কাছে মনে হয় তাঁর প্রতিভার অপচয় করা হচ্ছে এই পজিশনে (সপ্তমে) খেলানোর মাধ্যমে।'
বোর্ডার আরও জানিয়েছেন ম্যাক্সওয়েলকে শুধু পিঞ্চ হিটার নয়, বরঞ্চ পরিস্থিতি বিবেচনায় তিন নম্বরেও নামানো যেতে পারে। তাঁর ভাষায়,
'তাঁকে পিঞ্চ হিটার হিসেবে আগামীতে নাও খেলানো যেতে পারে। পরিস্থিতির কথা বিবেচনা করে আপনি তাঁকে তিন নম্বরে খেলাতে পারেন যদি একটি ভালো শুরু হয়ে থাকে।'
শুধু তাই নয়, ম্যাক্সওয়েলকে ওপরে খেলালে তিনি যে নিজের খেলাটি খেলতে সক্ষম হবেন সেটিও উল্লেখ করেছেন সাবেক এই অধিনায়ক। বলেছেন, 'তাঁকে ওপরে খেলাতে পারলে সে স্বাধীনভাবে খেলতে পারবে।'