আবারও ইনজুরির আশঙ্কায় স্টেইন?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে টেস্ট ফরম্যাটে ফিরে আবারও ইনজুরির শঙ্কার মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকান পেস তারকা ডেল স্টেইন। সফরকারীদের বিপক্ষে ওয়ান্ডারার্স টেস্টের দ্বিতীয় দিন খেলতে নামার মাত্র ৪০ মিনিট পরে মাঠ ছেড়েছিলেন এই প্রোটিয়া পেসার।
খেলা শুরু হওয়ার পর গড়ে ১৪৬ কি.মি গতিতে ৫ ওভার বোলিং করেছিলেন তিনি। পঞ্চম ওভার করার সময়েই ডান কাঁধে অস্বস্তি বোধ করেন স্টেইন এবং মাঠ ছাড়তে বাধ্য হন। তবে লাঞ্চ বিরতির আগে আবারও মাঠে ফিরে এসেছিলেন তিনি এবং দুই ওভার বোলিংও করেছেন। সুতরাং ধারণা করা যাচ্ছে তাঁর ইনজুরিটি খুব বেশি গুরুতর নয়।

স্টেইনের সতীর্থ ডোয়াইন অলিভিয়ের জানিয়েছেন, কিছুটা অস্বস্তি বোধ করাতে ফিজিওর কাছে চিকিৎসা নিতে গিয়েছিলেন স্টেইন। তবে বর্তমানে সুস্থই আছেন তিনি। তাঁর ভাষ্যমতে,
'আমি মনে করি না এই বিষয়ে বেশি কিছু ভাবার আছে, এটি অনেক দূরের ব্যাপার। সে চিকিৎসা নেয়ার জন্য মাঠ থেকে বের হয়েছিলো এবং সে এখন পুরোপুরি ভালো আছে।'
উল্লেখ্য ২০১৬ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের পরেই ডান কাঁধের ইনজুরিতে পড়েছিলেন স্টেইন। পরবর্তীতে কাঁধের অপারেশন করানোয় লম্বা সময় ২২ গজের বাইরে ছিলেন তিনি। সেই কাঁধ নিয়ে এখন পর্যন্ত ভুগছেন এই প্রোটিয়া। টানা বোলিং করার ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে।
এর আগে গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ফিরেছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচে আবারও গোড়ালির ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে পড়েন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী সিরিজেও খেলা হয়নি তাঁর।