promotional_ad

বিপিএলে অনেক কিছুই দেখতে পারেনঃ ইমরুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


রাজশাহী কিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে প্রথমবারের মতো বিপিএলে ওপেনিংয়ে নেমেছিলেন রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, কুমিল্লার হয়ে এই ম্যাচে প্রথমবারের মতো ওয়ান ডাউনে নেমেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।


ম্যাচ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলপতি ইমরুল কায়েস জানিয়েছেন, এমন অনেক কিছুই হবে বিপিএলে যা আগে ঘটেনি। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কারণেই এমন ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ইমরুল।



promotional_ad

'এমন অনেক কিছুই দেখবেন বিপিএলে,যা আগে হয়নি এমন অনেক কিছুই হবে। মিরাজ ব্যাটিং করেছে ওপেনিংয়ে। আমার মনে হয় দলের জন্য দলের ভালোর জন্য টিম ম্যানেজমেন্ট যা সিদ্ধন্ত নেয় সেভাবেই খেলার জন্য আমরা তৈরি থাকবো।'


তামিমের ওপেনিংয়ে না নামার কারণ হিসেবে ইমরুল জানিয়েছেন ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্যই তামিম ওয়ান ডাউনে খেলেছেন। এছাড়া আর কোনো কারণ নেই তামিমের চিরচেনা জয়গা ছাড়ার।


'বাঁহাতি ডানহাতি কম্বিনেশন হলে বোলারের জন্য একটু কঠিন হয় বল করা। দুইজন ডানহাতি কিংবা দুইজন বাঁহাতি থাকলে বোলারের জন্য সহজ হয়ে যায়। এছাড়া আর কোনো কারণ নেই।'



অপরিচিত জায়গায় ব্যাটিংয়ে নেমে অবশ্য ব্যাট হাতে সফল হতে পারেননি তামিম। ফিরেছেন মাত্র ২১ রান করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball