promotional_ad

বিপিএল ছাড়তে খারাপ লেগেছে স্মিথের

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইনজুরিতে পড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুই ম্যাচ খেলেই নিজ দেশে ফিরেছেন দলের অধিনায়ক স্টিভ স্মিথ। শুক্রবার রাতে জানা গেল মাত্র কিছুদিনের জন্য দেশে গেলেও দুঃখ ভারাক্রান???ত হৃদয়ে বিপিএল ছেড়েছিলেন তিনি। 


শুক্রবার রাজশাহী কিংসের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পাওয়ার পর গণমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস।


'স্মিথ চলে যাওয়ার পরে আমাদের অনেক খারাপ লেগেছে। অনেক বড় মাপের ক্রিকেটার, খেলতে পারেনি তাই খারাপ লাগবেই। তাঁর নিজেরও অনেক খারাপ লেগেছে।' 



promotional_ad

স্মিথ চলে গেলেও দল ভারসাম্যহীন হয়নি বলে মনে করছেন ইমরুল। 'আমাদের যারা আছে দলে তাঁরা সবাই ঐ লেভেলে ক্রিকেট খেলেছে। সবাই ভালো ক্রিকেটার। দেশি বলেন বা বিদেশী, সবার অভিজ্ঞতা আছে। তো খুব একটা সমস্যা হয়নি।' 


উল্লেখ্য, ইনজুরির কারণে বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন ডানহাতের ব্যথা নিয়েই এবারের বিপিএল খেলতে আসা স্মিথ। 


দুই ম্যাচ খেলার পর ব্যথা ক্রমশ বেড়ে যাওয়ায় তাঁকে নিয়ে ঝুঁকি নেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। গত বুধবার অনুশীলনে দলের সঙ্গে শুধু রানিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। 


পরে দলের ফিজিওর সঙ্গে পরামর্শ করতে দেখা গেছে স্মিথকে। এরপরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছেন স্মিথ।



সিদ্ধান্ত হয়েছে অস্ট্রেলিয়া গিয়ে নিজের ফিজিওর নিকট হাতের এমআরআই করবেন তিনি। তারপরে এমআরআই রিপোর্ট ইতিবাচক হলে কুমিল্লার সঙ্গে আগামী সপ্তাহে পুনরায় যোগ দিবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball