ব্যথা নিয়ে খেলেও ম্যাচসেরা আফ্রিদি

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বিপিএল এখন পর্যন্ত দুইটি ম্যাচে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দুটো ম্যাচেই দলকে জিতিয়েছেন সাবেক পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
যদিও রাজশাহী কিংসের বিপক্ষে দলকে জেতাতে একটু বেশিই কষ্ট করতে হয়েছে ৩৮ বছর বয়সী আফ্রিদিকে। কেননা হাঁটুর ব্যথা নিয়ে খেলেছেন তিনি।

আর তাতেই দশ রান খরচায় তিনটি উইকেট শিকার করেছেন তিনি। একটি মেডেন ওভার করা আফ্রিদি এদিনে ডট বল দিয়েছেন ১৭ টি। এছাড়া ম্যাচও শেষ করেছেন ব্যাট হাতে অপরাজিত নয় রান করে।
পুরস্কার বিতরণীতে আফ্রিদি জানান, 'আমি ব্যাট করার প্রস্তুতি নিচ্ছিলাম (হাসি)। আমার হাঁটুতে ব্যথা আছে। আজকে যদিও ব্যথা আমার খেলায় প্রভাব ফেলেনি। উইকেটে কোন সমস্যা ছিল না। এটা ব্যাটিং সহায়ক উইকেট ছিল।'
আসরে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ২৫ বলে ৩৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে দলকে দুই পয়েন্ট এনে দিয়েছিলেন আফ্রিদি।