মিরাজের ২০ রানের আফসোস

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটসম্যানরা আরও ২০ রান করলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারতো বোলাররা, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারের পর এমনটাই স্বীকারোক্তি রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের।
কুমিল্লার বিপক্ষে ১৮.৫ ওভারে মাত্র ১২৪ রানে অল আউট হয়েছে রাজশাহী কিংস। জবাবে পাঁচ উইকেট হারিয়ে ৮ বল বাকী থাকতেই লক্ষ্যে পৌঁছে কুমিল্লা।

অল্প রান তাড়া করতে গিয়েও পাঁচটি উইকেট হারিয়েছে কুমিল্লা। আর এতেই আফসোস বেড়েছে ওপেনিংয়ে নেমে ৩০ রান করা মিরাজের। জুটি না গড়তে পারার আফসোস করে তিনি জানান,
'আমার মনে হয় ১২৫ রান যথেষ্ট ছিল না। আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আমরা কোনো জুটি গড়তে পারিনি। উদানা ভালো খেলেছে শুধু। আমরা যদি আরও ২০ রান করতে পারতাম তাহলে বোলাররা আমাদের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দিতে পারতো।'
উল্লেখ্য ম্যাচটিতে ৩২ রান করেছেন রাজশাহীর লঙ্কান রিক্রুট ইসুরু উদানা। এছাড়া ২৭ রান এসেছে জাকির হাসানের ব্যাট থেকে।
এই দুজন মিলে গড়েছিলেন ৩০ রানের জুটি। এছাড়া উল্লেখ করার মতো কোন জুটি গড়তে পারেনি রাজশাহীর ব্যাটসম্যানরা।