promotional_ad

অপ্রতিরোধ্য ঢাকার মুখোমুখি ওয়ার্নার বাহিনী

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শনিবার দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস এবং সিলেট সিক্সার্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।


মাঠে নামার আগে দারুণ স্বস্তিতে আছে সাকিব আল হাসানের ঢাকা। মৌসুমে নিজেদের খেলা তিন ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পেয়েছে তাঁরা।


প্রথমে রাজশাহী কিংস, তারপরে খুলনা টাইটান্সের পরে শক্তিশালী রংপুর রাইডার্সকেও হারিয়েছে তাঁরা। অপরদিকে এখন পর্যন্ত দুই ম্যাচে খেলে একটি জয় পেয়েছে সিলেট সিক্সার্স।


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে গেলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগাং ভাইকিংসকে হারিয়েছে ডেভিড ওয়ার্নার বাহিনী। এদিকে চলমান আসরে ঢাকা এগিয়ে থাকলেও অতীত রেকর্ড কথা বলছে দুই দলের হয়েই।



promotional_ad

এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে দল দুটি। দুই দলই জয় পেয়েছে একবার করে। 


পিচ এবং কন্ডিশনঃ-


শের-ই-বাংলার উইকেটে রান ক্ষরা অনেকটাই কেটেছে। এছাড়া রাতের ম্যাচগুলোতে তুলনামূলক বেশ রান হচ্ছে এবারের বিপিএলে। শনিবারের ম্যাচেও এমনটাই আশা করা যাচ্ছে। 


চোখ থাকবে যাদের উপরঃ-


আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস)- শুক্রবারের ম্যাচে রংপুরের বিপক্ষে বিপিএল অভিষেকে দারুণ এক হ্যাট্রিকসহ চার উইকেট তুলে নিয়েছেন আলিস আল ইসলাম। ২৩ বছর বয়সী এই স্পিনারের আতঙ্ক হয়ে উঠতে পারেন সিলেটের বিপক্ষেও।



ডেভিড ওয়ার্নার (সিলেট সিক্সার্স)- চিটাগাংয়ের বিপক্ষে দারুণ এক অর্ধশতক পেয়েছিলেন সিক্সার্স অধিনায়ক ওয়ার্নার। তুলনামূলক স্লো উইকেটে করা তাঁর সেই অর্ধশতক জয়ের পথে নিয়ে গিয়েছিল দলকে। আসরে বাকী ম্যাচগুলোতেও নজর থাকবে ওয়ার্নারের ব্যাটে।


ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ- সাকিব আল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ, আলিস আল ইসলাম, মোহর শেখ অন্তর, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্র বার্জ ও ইয়ান বেল।


সিলেট সিক্সার্স স্কোয়াডঃ- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলি অনিক, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, নিকোলাস পুরান ও মোহাম্মদ নওয়াজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball