স্নায়ুচাপ, সমর্থন এবং হ্যাট্রিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা ডাইনামাইটসের ছুঁড়ে দেয়া ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নামার পর শুভাগত হোমের করা অষ্টম ওভারটির চতুর্থ এবং শেষ বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে দুই বার ক্যাচ তুলে দিয়েছিলেন রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন। কিন্তু দুইবারই উইকেটে জমে যাওয়া এই ব্যাটসম্যানের ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন ঢাকার অভিষিক্ত অফ স্পিনার আলিস আল ইসলাম।
টানা দুটি ক্যাচ মিসের পর যথেষ্ট স্নায়ুচাপে ভুগছিলেন আলিস। কিন্তু তাঁকে অভয় দিয়েছিলেন অধিনায়ক সাকিব এবং কোচ খালেদ মাহমুদ সুজন। পাশে দাঁড়িয়ে তাঁকে যথেষ্ট সমর্থন দিয়েছিলেন তাঁরা। আর এরপরেই সাহসের সাথে ঘুরে দাঁড়ান তরুণ এই স্পিনার।

৪৯ রান নিয়ে মিঠুনকে অর্ধশতক বঞ্চিত তো করেছেনই, একই সাথে ডেথ ওভারে ফরহাদ রেজা এবং মাশরাফির উইকেট দুটি তুলে নিয়ে টি টুয়েন্টি ইতিহাসে অভিষেক ম্যাচেই হ্যাট্রিকের বিশ্বরেকর্ড গড়েন। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আলিস বলেছেন,
'আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে প্রথম ম্যাচে ম্যাচ সেরা হওয়া আসলে অনেক বড় কিছু। আমি প্রথম দিকে কিছুটা স্নায়ুচাপে ছিলাম। দুটি ক্যাচ ছাড়ার করার পর আমাকে অধিনায়ক এবং কোচ অনেক সুন্দরভাবে সমর্থন দিয়েছে। শুধু অধিনায়ক কিংবা কোচ নয়, আমার পুরো দলের সবাই সমর্থন দিয়েছে। আমি সাহস পেয়েছি। এই কারণে আমি ভালো বোলিং করতে পেরেছি,' বলেন ঢাকার এই অফ স্পিনার।
ঢাকা ডাইনামাইটসের মতো তারকা সমৃদ্ধ দলে সাকিবের অধীনে খেলতে পারাটাকে নিজের পরম সৌভাগ্য হিসেবেও বিবেচিত করেছেন আলিস। তাঁর ভাষায়,
'ঢাকার মতো একটি দলের হয়ে খেলা আসলে সৌভাগ্যের ব্যাপার। বিশেষ করে সাকিব ভাইয়ের অধীনে খেলাও অনেক সৌভাগ্যের ব্যাপার। সবমিলিয়ে দলের সবাই সমর্থন দিয়েছে। এই সমর্থনের কারণেই আমি ভালো খেলতে পেরেছি।'
উল্লেখ্য রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ২ রানের জয় নিয়ে আজ মাঠ ছেড়েছে সাকিব আল হাসানের দল ঢাকা ডাইনামাইটস। শ্বাসরুদ্ধকর এই ম্যাচের মূল নায়ক ছিলেন হ্যাট্রিক হিরো আলিস আল ইসলাম। মাত্র ২৬ রানে ৪ উইকেট শিকার করে ২২ বছর বয়সী এই অফ স্পিনার ঢাকাকে এনে দিয়েছেন জয়।