হ্যাট্রিক করে বিশ্ব রেকর্ড অচেনা আলিসের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে অভিনব এক কীর্তি গড়েছেন ঢাকা ডাইনামাইটসের ২২ বছর বয়সী অফ স্পিনার আলিস আল ইসলাম।
???িপিএলে তো বটেই, পুরো টি টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই অভিষেক ম্যাচে হ্যাট্রিকের বিশ্ব রেকর্ড গড়েছেন এই অচেনা তরুণ।

রংপুরের বিপক্ষে খেলতে নেমে ১৮তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ মিঠুনকে আউট করেন আলিস। তাঁর লেন্থ বলটি স্লগ করতে গিয়ে মিস করেছিলেম মিঠুন। ফলে স্ট্যাম্পে আঘাত করে বলটি।
এর ঠিক পরের বলটিতে একই কায়দায় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ফেরান তিনি। বোল্ড আউটের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন নড়াইল এক্সপ্রেস।
ওভারের ষষ্ঠ বলটিতে আবারও আঘাত হানেন আলিস। এবার তাঁর শিকার ফরহাদ রেজা। রংপুরের এই অলরাউন্ডার তাঁর বলটি বুঝতেই পারেননি।
ফলে ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে সাকিব আল হাসানের হাতে ধরা পড়েন রেজা। আর এরই সাথে প্রথম বোলার হিসেবে হ্যাট্রিক হিরোর বিশ্বরেকর্ড গড়লেন তরুণ এই অফ স্পিনার।
সবমিলিয়ে এই ম্যাচে মাত্র ২৬ রান খরচায় ৪টি উইকেট শিকার করেছেন আলিস। আলিসের এই তান্ডবে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে ব্যর্থ হয়েছে মাশরাফির রংপুর। মাত্র ২ রানে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে তারা।