বোলিং ভেরিয়েশনে গুরুত্ব তাসকিনের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেটের মাঠে বল হাতে ভালো পারফর্ম করতে হলে নিজের বোলিংয়ে ভেরিয়েশন নিয়ে আসতে হবে, মতামত সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদের।
এখানকার উইকেট বেশি ফ্ল্যাট থাকায় ব্যাটসম্যানরা বেশি সুবিধা পাবেন। আর সেই কারণে এখানে খেলাটি চ্যালেঞ্জিং হবে, বিশ্বাস তাঁর। এক্ষেত্রে পরিকল্পনার সদ্ব্যবহার করার দিকেও জোর দিচ্ছেন তাসকিন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন,

'আসলে বাংলাদেশে মিরপুর ছাড়া কিন্তু সিলেট, চিটাগাং সবগুলোতেই একটু ফ্ল্যাট ট্র্যাক থাকে। একটু ব্যাটিংয়ে সহায়তা বেশি থাকে। অবশ্যই চ্যালেঞ্জিং হবে বোলারদের জন্য। তবুও ভালোভাবে পরিকল্পনা কাজে লাগানো, ভেরিয়েশন আনা এবং ব্যাটসম্যানের থেকে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করলেই হয়তো বোলিংয়ে ভালো কিছু হবে।'
আগামী ১৫ই জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেট পর্ব শুরু করবে ডেভিড ওয়ার্নারের সিক্সার্সরা। সিলেটের মাঠে খেলা হওয়ায় বাড়তি দর্শক থাকবে ম্যাচটিতে। এই বিষয়টিকে চাপ হিসেবে না দেখে বরং প্রেরণা হিসেবেই দেখার পক্ষে তাসকিন। বলেছেন,
'হয়তো একটু বাড়তি প্রেরণাও দিতে পারে যেহেতু সিলেটের সমর্থকেরা আসবে, সিলেটকে সমর্থন করবে। আশা করছি এখানকার সমর্থকদের সিলেটে ভালো কিছু উপহার দিবো আমরা।'