জয় শূন্য থেকে সফর শেষ করল শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দলের। নিউজিল্যান্ড সফরে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি তারা। টেস্ট এবং ওয়ানডে সিরিজের পর এবার একমাত্র টি টুয়েন্টিতেও কিউইদের কাছে পরাজিত হয়েছে সফরকারী লঙ্কানরা।
অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কাকে ৩৫ রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই ম্যাচে অনেকটাই নিস্প্রভ ছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। কিউইদের ছুঁড়ে দেয়া ১৮০ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ১৯ বল হাতে রেখেই ১৪৪ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।
লঙ্কানদের পক্ষে থিসারা পেরেরা এবং কুশল পেরেরা ছাড়া আর কেউই সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অলরাউন্ডার পেরেরা মাত্র ২৪ বলে ৩টি ছয় এবং ২টি চারের সাহায্যে ৪৩ রান করেন। যেখানে ১২ বলে ২৩ রানের আরেকটি ক্যামিও ইনিংস খেলেছেন কুশল। হাঁকিয়েছেন ১টি ছয় এবং ৩টি চার।
সফরকারীদের অল্প রানে গুঁটিয়ে দেয়ার মূল কৃতিত্ব ছিলো ডানহাতি পেসার লকি ফার্গুসন এবং লেগ স্পিনার ইশ সোধির। ৩ ওভার বোলিং করে মাত্র ২১ রান খরচায় ৩টি উইকেট তুলে নিয়েছিলেন ফার্গুসন।

অপরদিকে সোধি সমান সংখ্যক উইকেট পেলেও খরচ করেছেন ৩০ রান। এই দুই বোলার ছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, স্কট কুজ্ঞেলেইন, ডগ ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনার।
এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। এরপর মাত্র ৫৫ রানের মাথায় ৫ উইকেট খোয়ালেও পরবর্তীতে ব্রেসওয়েল এবং রস টেইলরের ৪৭ রানের জুটিতে শত রান পার করে কিউইরা।
৩৭ বলে ৩৩ রান করে টেইলর ফিরলেও মাত্র ২৬ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ব্রেসওয়েল। হাঁকান ৫টি ছয় এবং ১টি চার। ব্রেসওয়েলে??? পর ঝড় তুলেছিলেন আরেক লোয়ার অর্ডার ব্যাটসম্যান কুজ্ঞেলেইন। ১৫ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। যেখানে ছিলো ৪টি ছয় এবং ১টি চার। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে কাশুন রাজিথা ৩টি উইকেট পেলেও রান দিয়েছেন অনেক। ৪ ওভারে ৪৪ রান খরচ করেছেন এই ডান হাতি পেসার। অপরদিকে অধিনায়ক লাসিথ মালিঙ্গা নিয়েছেন ২৪ রানে ২টি উইকেট। এছাড়াও থিসারা পেরেরা এবং লক্ষ্মণ সান্দাকান পেয়েছেন ১টি করে উইকেট। ট হাতে ৪৪ রানের ইনিংস খেলার কল্যাণে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ডগ ব্রেসওয়েল।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ডঃ ১৭৯/৭ (২০ ওভার) (ব্রেসওয়েল- ৪৪, কুজ্ঞেলেইন- ৩৫*; মালিঙ্গা- ২/২৪, রাজিথা- ৩/৪৪)
শ্রীলঙ্কাঃ ১৪৪/১০ (১৬.৫ ওভার) (থিসারা-৪৩, কুশল-২৩; ফার্গুসন- ৩/২১, সোধি-৩/৩০)
টসঃ শ্রীলঙ্কা (ফিল্ডিং)
ফলাফলঃ নিউজিল্যান্ড ৩৫ রানে জয়ী