সুযোগ পেলে ১২০ শতাংশ দিয়ে খেলবঃ ইয়াসির

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলে খুলনা টাইটান্সের বিপক্ষে শনিবারের ম্যাচটিতে সুযোগ পেলে ১২০ ভাগ দিয়ে খেলতে চান চিটাগাং ভাইকিংসের ডান হাতি ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী।
একাদশে জায়গা পেলে সুযোগ লুফে নিতে বদ্ধপরিকর তিনি। খুলনার বিপক্ষে ম্যাচের আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে ইয়াসির বলেছেন,
'আমি সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করবো ভালো করার, দরকার হলে ১২০ শতাংশ দিয়ে চেষ্টা করবো। কারণ সুযোগ সবসময় আসে না। আর যখন আসবে তখন লুফে নেয়ার চেষ্টা করবো।'

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডারর্সকে হারিয়ে এবারের বিপিএলের শুভ সূচনা করেছিলো মুশফিকুর রহিমের চিটাগাং। তবে এরপরে ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে মাত্র ৫ রানে হারতে হয়েছিলো তাদের। এবার তাই খুলনাকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে চায় তারা। ইয়াসিরের ভাষায়,
'জয় হলো জয়ই। কথা হলো আমরা ভালো খেলে ম্যাচটি জিততে চাই। ম্যাচ তো কেউ হারতে চায় না অবশ্যই। সুতরাং যতটা সম্ভব ভালো খেলে, দরকার হলে ১২০ শতাংশ ভালো খেলে আমরা ম্যাচটি জিততে চাই।'
এখন পর্যন্ত ৩টি ম্যাচের সবকয়টিতে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনার। তবে এরপরেও দলটিকে হালকা করে নিচ্ছেন না ইয়াসির তথা ভাইকিংসরা। বরঞ্চ ম্যাচটিকে আরেকটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। বলেছেন,
'অবশ্যই প্রত্যেকটি ম্যাচ এখানে চ্যালেঞ্জিং। খুলনা টাইটান্স তিনটি ম্যাচ হেরেছে, কিন্তু অবশ্যই ওদের দল অনেক ভালো। সুতরাং ওদেরকে হালকাভাবে নেয়ার কোনও সুযোগ নেই আমাদের। আর যখনই আমরা ম্যাচ খেলি তখনই তো ইচ্ছা করে ম্যাচ জেতার। আশা করি ম্যাচ জিতবো ইনশাল্লাহ।'
উল্লেখ্য এখন পর্যন্ত স্কোয়াডে থাকলেও ভাইকিংসদের জার্সিতে মাঠে নামা হয়নি ৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩ হাজার ঊর্ধ্বে রান করা ইয়াসিরের। খুলনার বিপক্ষে ম্যাচে সুযোগের অপেক্ষায় আছেন তিনি।