promotional_ad

সুযোগ পেলে ১২০ শতাংশ দিয়ে খেলবঃ ইয়াসির

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএলে খুলনা টাইটান্সের বিপক্ষে শনিবারের ম্যাচটিতে সুযোগ পেলে ১২০ ভাগ দিয়ে খেলতে চান চিটাগাং ভাইকিংসের ডান হাতি ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী।


একাদশে জায়গা পেলে সুযোগ লুফে নিতে বদ্ধপরিকর তিনি। খুলনার বিপক্ষে ম্যাচের আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে ইয়াসির বলেছেন,   


'আমি সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করবো ভালো করার, দরকার হলে ১২০ শতাংশ দিয়ে চেষ্টা করবো। কারণ সুযোগ সবসময় আসে না। আর যখন আসবে তখন লুফে নেয়ার চেষ্টা করবো।'



promotional_ad

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডারর্সকে হারিয়ে এবারের বিপিএলের শুভ সূচনা করেছিলো মুশফিকুর রহিমের চিটাগাং। তবে এরপরে ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে মাত্র ৫ রানে হারতে হয়েছিলো তাদের। এবার তাই খুলনাকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে চায় তারা। ইয়াসিরের ভাষায়, 


'জয় হলো জয়ই। কথা হলো আমরা ভালো খেলে ম্যাচটি জিততে চাই। ম্যাচ তো কেউ হারতে চায় না অবশ্যই। সুতরাং যতটা সম্ভব ভালো খেলে, দরকার হলে ১২০ শতাংশ ভালো খেলে আমরা ম্যাচটি জিততে চাই।'


এখন পর্যন্ত ৩টি ম্যাচের সবকয়টিতে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনার। তবে এরপরেও দলটিকে হালকা করে নিচ্ছেন না ইয়াসির তথা ভাইকিংসরা। বরঞ্চ ম্যাচটিকে আরেকটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। বলেছেন,  


'অবশ্যই প্রত্যেকটি ম্যাচ এখানে চ্যালেঞ্জিং। খুলনা টাইটান্স তিনটি ম্যাচ হেরেছে, কিন্তু অবশ্যই ওদের দল অনেক ভালো। সুতরাং ওদেরকে হালকাভাবে নেয়ার কোনও সুযোগ নেই আমাদের। আর যখনই আমরা ম্যাচ খেলি তখনই তো ইচ্ছা করে ম্যাচ জেতার। আশা করি ম্যাচ জিতবো ইনশাল্লাহ।'



উল্লেখ্য এখন পর্যন্ত স্কোয়াডে থাকলেও ভাইকিংসদের জার্সিতে মাঠে নামা হয়নি ৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩ হাজার ঊর্ধ্বে রান করা ইয়াসিরের। খুলনার বিপক্ষে ম্যাচে সুযোগের অপেক্ষায় আছেন তিনি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball