টস বিজয়ী মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে আজ প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস এবং মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।
হাই ভোল্টেজ এই ম্যাচটিতে এরই মধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাইডার্স অধিনায়ক মাশরাফি। বেলা ২টায় খেলতে নামবে দুই দল।
মাঠের লড়াইয়ে শক্তির বিচারে কোন দলই কারও থেকে পিছিয়ে নেই। দুই দলের সামনে সুযোগ রয়েছে টেবিলের শীর্ষস্থান দখল করার। ৪ পয়েন্ট নিয়ে ঢাকা এবং রংপুর আছে যথাক্রমে আছে টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থানে।

রান রেটের বিচারে অবশ্য এগিয়ে আছে সাকিবের ঢাকা। যদিও রংপুরের চেয়ে এক ম্যাচ কম খেলেছে দলটি। কোন ম্যাচ না হারার কারণে শীর্ষে আছে ঢাকা, প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে ছন্দে ফেরা রংপুর আছে দ্বিতীয় স্থানে।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনিক, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব ও নাঈম শেখ, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ যাজাই, অ্যান্ড্রু ব্রিচ, ইয়ান বেল