কোনও অনুচিত মন্তব্য সমর্থন করবো নাঃ কোহলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় দলের পক্ষ থেকে নারীদের প্রতি কোনও অনুচিত মন্তব্য সমর্থন করা হবে না বলে জানিয়েছেন দলটির অধিনায়ক ভিরাট কোহলি। সম্প্রতি দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলের করা নারীবিদ্বেষী মন্তব্যের জের ধরে এই মন্তব্য করেছেন তিনি।
ভারতের জনপ্রিয় টিভি শো 'কফি উইথ করণে' অতিথি হয়ে যাওয়ার পর নারীদের নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন হার্দিক এবং রাহুল। এরপর পরই তোলপাড় শুরু হয়েছে ভারতীয় গণমাধ্যমে। এবার ??ই প্রসঙ্গে মুখ খুলেছেন কাপ্তান কোহলিও। তাঁর মতে এরই মধ্যে বিষয়টির গভীরতা উপলব্ধি করতে পেরেছেন রাহুল এবং পান্ডিয়া,

'ভারতীয় দলের পক্ষ থেকে যেকোনো অনুচিত মন্তব্য আমরা সমর্থন করবো না এবং এই দুই ক্রিকেটার নিজেদের ভুল বুঝতে পেরেছে। তাঁরা বুঝেছে এই বিষয়টির গভীরতা সম্পর্কে। অবশ্যই এটি যে কাউকে আঘাত করবে, তাঁরা নিশ্চয় বুঝতে পারবে যে বিষয়টি ঠিক ছিলো না মোটেই,' বলেন কোহলি।
ভারতীয় ক্রিকেট দলের দৃষ্টিকোণ থেকে এই ধরণের মানসিকতা একেবারেই সমর্থন করা হয় না বলেও জানিয়েছেন কোহলি। তাঁর বিশ্বাস এটি দলগত কোনও মতামত নয়, যা বলা হয়েছে সবই ছিল ব্যক্তিগত। তাঁর ভাষ্যমতে,
'আমরা, অবশ্যই ভারতীয় দল হিসেবে এই ধরণের মানসিকতা সমর্থন করি না। আমি অবশ্যই বলবো ভারতীয় ক্রিকেট দল এবং অভিযুক্ত ক্রিকেটাররা অবশ্যই এই ধরণের অভিমত লালন করে না এবং এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।'
ভিরাট কোহলি আরও যোগ করেন, 'আমরা এখনও সিদ্ধান্তের ব্যাপারে অপেক্ষায় আছি, তবে ভারতীয় ক্রিকেট দলের দৃষ্টিকোণ থেকে এই পরিবর্তনগুলো আমাদের বিশ্বাসের ক্ষেত্রে কিছুই নয়। এটি আমাদের লালনকৃত উদ্দিপনার প্রতি তেমন আঘাত করবে না এবং এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবং আমি বলেছি যেগুলো অনুচিত ছিলো।'
উল্লেখ্য এরই মধ্যে ক্রিকেট বোর্ডের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন হার্দিক এবং রাহুল। কিন্তু তাঁদের জবাবে মোটেই সন্তুষ্ট হতে পারেননি বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান বিনোদ রায়। তাঁদের দুইটি ওয়ানডে থেকে নিষিদ্ধের দাবি তুলেছেন তিনি।