promotional_ad

আট বছর পর ওয়ানডে একাদশে সিডল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আট বছর পর অস্ট্রেলিয়া একাদশে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার পিটার সিডল। একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অ্যারন ফিঞ্চ।


২০১০ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন সিডল। এরপর ইনজুরি, ফর্মহীনতা সব মিলিয়ে জাতীয় দলের বাইরে ছিলেন এই পেসার। কিন্তু গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে বল হাতে দুর্দান্ত ছিলেন সিডল। তাই তাঁকে একাদশে রাখা হয়েছে বলে জানিয়েছেন অজি অধিনায়ক ফিঞ্চ।



promotional_ad

'সিডল গত দুই বছর ধরে বিগ ব্যাশে অসাধারণ পারফর্মেন্স দেখিয়েছে। সত্যিকার অর্থে এই সুযোগ তাঁর প্রাপ্য। সিডল প্রথম পছন্দ ছিল দলের জন্য, কারণ তাঁর সামর্থ্য দলকে ভালো ফলাফল এনে দিতে সক্ষম,' ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছেন ফিঞ্চ। 


সিডলের সাথে অজিদের পেস বোলিং বিভাগের দায়িত্ব নিবেন ঝেই রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ। স্পিন বোলিং বিভাগের দায়িত্ব নিতে আছেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে থাকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা একাদশে জায়গা পাননি।


অজিদের ব্যাটিং বিভাগের দায়িত্ব নিতে আছেন ফিঞ্চ, খাওয়াজা, শন মার্শ এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো অভিজ্ঞরা। দলে রাখা হয়েছে অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে। উইকেটরক্ষক ব্যাটসম্যানের দায়িত্বে থাকবেন অ্যালেক্স কেরী।



আগামী কাল থেকে শুরু হবে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।


অস্ট্রেলিয়া একাদশঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান লায়ন, পিটার সিডল, ঝেই রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball