promotional_ad

আফ্রিকার ওয়ানডে দলে নতুন মুখ ডাসেন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রথম দুই ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান র‍্যা???ি ভ্যান ডার ডাসেন। সাথে এক বছরেরও বেশি সময় পর আবার দলে ডাক পেয়েছেন পেসার ড্যান পেটারসন।


গেল অস্ট্রেলিয়া সিরিজে ইনজুরির কারণে দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলাও ফিরছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে। কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় ঘোষিত এই স্কোয়াডে রাখা হয়নি জেপি ডুমিনি এবং লুঙ্গি এনগিদিকে।



promotional_ad

এখন থেকেই বিশ্বকাপের জন্য দল নির্বাচনের কাজ শুরু করতে চাইছেন দক্ষিণ আফ্রিকার দলের নির্বাচক লিন্ডা জন্ডি। তাই সবাইকে দলে সুযোগ দিয়ে পরখ করে দেখতে চাইছেন তিনি।


'আসন্ন বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল নির্বাচন করার জন্য আমরা এখন আমাদের সব ক্রিকেটারকে দেখে নিতে চাই। র‍্যাসি এবং ড্যান, দুইজনই সব ফরম্যাটেই ভালো পারফর্ম করছে এবং দলে নিতে বাধ্য করছে।'
  
ডাসেন, গত বছর জিম্বাবুয়ে সিরিজে টি-টুয়েন্টি অভিষেক হয়েছিল তাঁর। অভিষেকেই ম্যাচ জয়ী অর্ধশতক রানের ইনিংস খেলেছেন তিনি। এমজানসি লিগেও ব্যাট হাতে অসাধারণ ছিলেন এই ব্যাটসম্যান। ১৩৮.৭৫ স্ট্রাইক রেটে ৪৬৯ রান নিয়েছেন তিনি, যা ছিল পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ। এই পারফর্মেন্সে সবার নজরে এসেছেন তিনি। এবার ওয়ানডে অভিষেকের দ্বারপ্রান্তে এই ক্রিকেটার।


আর ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর এবার আবার দলে ডাক পেয়েছেন পেসার পেটারসন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ছিলেন ডানহাতি এই পেসার।



অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকা এইডেন মার্করাম বাদ পড়েছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ থেকে থেকে।


দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্কোয়াডঃ ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক, হাশিম আমলা, রিজা হ্যান্ডরিক্স, ইমরান তাহির, হেনরিক ক্ল্যাসেন, ডেভিড মিলার, ড্যান পেটারসন, অ্যান্ডিল ফেহলুকওয়ায়ু, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, র‍্যাসি ভ্যান ডার ডাসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball