ইংলিশদের বাংলাদেশ সফরসূচি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২৭শে জানুয়ারি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে একমাত্র টি টুয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু করবে ইংল্যান্ড যুবারা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। টি টুয়েন্টি সিরিজের পর ওয়ানডেত?? মুখোমুখি হবে দুই দল।
চলতি মাসের ২৯ তারিখ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে কক্সবাজারের মাঠে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেটিও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
ম্যাচ দুটি যথাক্রমে ৩১শে জানুয়ারি এবং ২রা ফেব্রুয়ারি মাঠে গড়াবে। টি টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজের লড়াইয়ে নামবে দুই দল।

আগামী মাসের ৭ তারিখ চিটাগাংয়ে অনুষ্ঠিত হবে প্রথম চার দিনের টেস্ট ম্যাচ। এরপর ১৫ তারিখ মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচটি।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজের সূচি-
২৭শে জানুয়ারিঃ প্রথম টি টুয়েন্টি, কক্সবাজার
২৯শে জানুয়ারিঃ প্রথম ওয়ানডে, কক্সবাজার
৩১শে জানুয়ারিঃ দ্বিতীয় ওয়ানডে, কক্সবাজার
২রা ফেব্রুয়ারিঃ তৃতীয় ওয়ানডে, কক্সবাজার
৭-১০ই ফেব্রুয়ারিঃ প্রথম টেস্ট, চিটাগাং
১৫-১৮ই ফেব্রুয়ারিঃ দ্বিতীয় টেস্ট, চিটাগাং