বাংলাদেশ সফরের দল ঘোষণা করলো ইংলিশরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অনূর্ধ্ব ১৯ ইংল্যান্ড ক্রিকেট দলের। সফরটিকে সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা।
ইংলিশ যুবাদের টেস্ট সিরিজে নেতৃত্ব দেয়ার দায়িত্বে থাকছেন সমারসেটের হয়ে খেলা টম ল্যামনবাই। আর সারের হয়ে খেলা জেমি স্মিথ নেতৃত্ব দিবেন সীমিত ওভারের ক্রিকেটে।
তবে ইনজুরির কারণে এই সফরটিতে থাকছেন না তিন ইংলিশ ক্রিকেটার জ্যাক হেনেস, নিক কিম্বার এবং ইথান ব্রুকস। হেনেস বর্তমানে পায়ের ইনজুরিতে ভুগছেন। যেখানে কিম্বার ছিটকে পড়েছেন পিঠে ব্যাথা পাওয়ার কারণে। আর ব্রুকস খেলতে পারছেন না কুঁচকির ইনজুরিতে।

এদিকে বাংলাদেশের কন্ডিশনে বেশ কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে ইংলিশ যুবাদের। উপমহাদেশের উইকেটে ভালো খেলতে হলে আটঘাট বেঁধেই নামতে হবে তাদের। ইংলিশ যুবাদের প্রধান কোচ জন লুইস তাই বলেছেন,
'উপমহাদেশে যেকোনো সফরের মতো এই সফরটিও বেশ কঠিন হবে বলে আশা করছি। বাংলাদেশ নিজেদের কন্ডিশনে অনেক কঠিন প্রতিপক্ষ, আমরা দেখেছি আমাদের সিনিয়র দল যখন সেখানে সফর করেছে। উপমহাদেশ সর্বদাই ট্রিকি এবং আমরা আশা করছি সেখানে খেলা যথেষ্ট কঠিন হবে।'
তবে নিজের দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী লুইস। তাঁর বিশ্বাস কিছুদিন আগে ভারতে অনুষ্ঠিত ট্রেনিং ক্যাম্পের অভিজ্ঞতা কাজে লাগবে বাংলাদেশ সফরে। এই সিরিজ থেকে ছেলেদের অনেক কিছু শেখার আছে বলেও মন্তব্য করেছেন তিনি,
'আমি অবশ্য এই দলটিকে নিয়ে বেশ খুশি। আমরা বড়দিনের আগে ভারতে অনুষ্ঠিত ট্রেনিং ক্যাম্পে অনেক পরিশ্রম করেছি এবং আমি আসলেই দেখতে চাইছি ছেলেরা কিভাবে এই কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে ও কি শিখতে পারে এই সফর থেকে,' বলেন লুইস।
ইংল্যান্ড স্কোয়াড (টেস্ট, ওয়ানডে এবং টি টুয়েন্টি)
কেসি অলড্রিজ, জর্জ বল্ডারসন, বেন চার্লসওর্থ, জর্ডান কক্স, অ্যাডাম ফিঞ্চ, লুইস গোল্ডসওর্থি, জর্জ হিল, লুক হলম্যান, টম ল্যামনবাই, ডমিনিক লিচ, জ্যাক মরলি, ড্যান মৌসলি, হামিদুল্লাহ কাদরি, উইল স্মিড, জেমি স্মিথ।