রিয়াদের ফর্ম ভাবাচ্ছে না মাহেলাকে

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
খুলনা টাইটান্সের টানা তিন হারে আলোচনায় উঠে এসেছে দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাম্প্রতিক বাজে পারফর্মেন্স। যদিও এসব নিয়ে একেবারেই ভাবছেন না দলের কোচ মাহেলা জয়াবর্ধনে।
বুধবার রাজশাহী কিংসের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের বলে লেগ বিফোরের ফাঁদে পা দেওয়ার আগে তিনি করেছেন ১৮ বল খেলে ১১ রান।
বিপিএলে এখন অবধি টানা ব্যর্থ মাহমুদুল্লাহকে সমালোচনা থেকে বাঁচাতে গণমাধ্যমের সামনে মাহেলা জানান,

'একেবারেই চিন্তিত না। আমি মনে করি সে দারুণ ক্রিকেটার। কয়েকটা ইনিংস খারাপ খেললে তাঁর সামর্থ্য হারিয়ে যাবে না। সুতরাং আমি তাঁর ফর্ম নিয়ে একেবারেই ভাবছি না।
'সে ভালো ভাবেই ফিরে আসবে। কেননা সে প্রতিভাবান ক্রিকেটার। সে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। তাঁর ভালো খেলাটাও অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এসব নিয়ে আমি একেবারেই চিন্তা করছি না।'
এবারের বিপিএলে প্রথম দুইটি ম্যাচে মাহমুদুল্লাহ করেছেন যথাক্রমে ২৪ ও ৮ রান। মাহমুদুল্লাহর সঙ্গে তাঁর দলও ভুগছে মিরপুরের স্লো উইকেটে।
তবে মাহমুদুল্লাহ রান পেলে যে তাঁর দলও ঘুরে দাঁড়ানোর স্পৃহা খুঁজে পাবে, এই ব্যাপারে সন্দেহ নেই মাহেলার।