পেস বৈচিত্র্যে সফল উদানা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের স্লো উইকেটে সবার আগে উইকেট পর্যবেক্ষণ করা উচিত বোলারদের। আর এরপরেই ব্যাসিক বা মূল বিষয়বস্তু ঠিক রেখে বোলিংয়ের গতিতে তারতম্য আনা উচিত বলে মনে করছেন রাজশাহী কিংস পেসার ইসুরু উদানা।
খুলনা টাইটান্সের বিপক্ষে বুধবারের ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা নির্বাচিত হয়ে এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি। পুরস্কার বিতরণীতে জানান,
'উইকেট একটু স্লো। আমি চেষ্টা করেছি আমার পেসের ভ্যারিয়েশন (তারতম্য) আনতে। আমাদের ফিল্ডিং আজ দারুণ হয়েছে। এটা আমাদের জন্য বাড়তি পাওয়া। আমাদের উইকেট তাৎপর্য করা উচিত শুরুতেই, এরপরে ব্যাসিক ঠিক রেখে বল করা উচিত।'

উল্লেখ্য, খুলনার বিপক্ষে ম্যাচটিতে একটি মেইডেন সহ ১৬ টি ডট বল দিয়েছেন উদানা। ১৫ রান খরচায় শিকার করেছেন তিনটি উইকেট। এছাড়া একটি রানআউটও করেছেন শ্রীলঙ্কান এই পেসার।
রাজশাহীর হয়ে এদিনে অবশ্য বাকী বোলাররাও দারুণ বোলিং করেছেন। মুস্তাফিজুর রহমান নিয়েছেন ১৮ রান খরচায় দুই উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আরাফাত সানি, কায়েস আহমেদ এবং সৌম্য সরকার।
রাজশাহী বোলারদের নৈপুণ্য মাত্র ১১৭ রানেই থেমেছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনার ইনিংস।