অবসরের ঘোষণা দিলেন মরকেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকা দলের তারকা অলরাউন্ডার অ্যালবি মরকেল বুধবার সব ধরণের ক্রিকেটকে বিদায় বলেছেন। তিনি এক টুইটবার্তায় ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন।
বিদায়ী বার্তায় তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও তাঁর ঘরোয়া ক্রিকেটের দল টাইটান্সকে ধন্যবাদ জানিয়েছেন। সন্তুষ্টি প্রকাশ করেছেন নিজের ২০ বছরের লম্বা ক্যারিয়ারের জন্য।

'এটাই আমার শেষ এবং এটা অসাধারণ ভ্রমণ ছিল। অনেক ভালো এবং খারাপ স্মৃতি আছে। আমি আমার লম্বা ক্যারিয়ার নিয়ে খুশি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও টাইটান্স ক্রিকেটকে ধন্যবাদ। এখন আমি অন্য দিক থেকে খেলাটি উপভোগ করব।'
মরকেল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি টেস্ট, ৫৮টি ওয়ানডে এবং ৫০টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তিনি ব্যাট হাতে ১৪১২ রান করেছেন। তাছাড়া তাঁর ঝুলিতে রয়েছে ৭৭টি উইকেট।
তিনি মূলত সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ কার্যকরী ছিলেন। লম্বা সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে মাঠ মাতিয়েছেন। খেলেছেন আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের হয়ে।
দলটির হয়ে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারী তিনি। তিনি চেন্নাইয়ের হয়ে বল হাতে নিয়েছেন ৯১টি উইকেট। আইপিএল ছাড়াও, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে টাইটান্সের হয়ে টানা তিনবার টি-টুয়েন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছেন তিনি।