মাহমুদুল্লাহর কাঠগড়ায় ব্যাটসম্যানরা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে টানা তৃতীয় হারের পরে ব্যাটসম্যানদেরই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন খুলনা টাইটান্স দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। দলের ব্যাটসম্যানদের অন্তত দুটি বড় জুটি গড়া উচিত ছিল বলে মনে করছেন তিনি।
ইনিংসের মাঝপথে ২৪ রানের ব্যবধানে চারটি উইকেট হারায় খুলনা। আর এটাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তাঁদের, বলে মনে করছেন খুলনার অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানান,

'আমরা আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি ঠিকমতো। উইকেট কঠিন ছিল। স্লো ছিল অনেক। আমরা জুটি গড়তে পারিনি, আর সেখানেই আমরা ম্যাচটি হেরেছি। আমাদের অন্তত দুটি জুটি শুরুতেই গড়া উচিত ছিল।
উইকেট স্লো থাকলেও অন্তত ১৪০-১৫০ রান করা যেতো এমন উইকেটে, মনে করছেন মাহমুদুল্লাহ। কিন্তু এদিনে খুলনা থেমেছে মাত্র ১১৭ রানে। তবে খুলনার ছুঁড়ে দেওয়া অল্প লক্ষ্য অতিক্রম করতে ১৯ ওভার পর্যন্ত খেলেছে রাজশাহী কিংস। তাই বোলারদের প্রশংসা করেন মাহমুদুল্লাহ।
'আমরা আরও ভালো খেলতে পারতাম। আমাদের কন্ডিশনে মানিয়ে নেওয়া দরকার ছিল। ১৪০-১৫০ রান করার মতো উইকেট ছিল এটি। বোলাররা ঠিকমতোই খেলেছে, কিন্তু ব্যাটসম্যানরা অবদান রাখতে পারেনি।'