হারের বৃত্তে বন্দী খুলনা টাইটান্স

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা হারের বৃত্তে বন্দী মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। রাজশাহী কিংসের বিপক্ষে সাত উইকেটে হেরেছে তাঁরা। মৌসুমে এটি তাঁদের টানা তৃতীয় হার।
রাজশাহী কিংসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছিল খুলনা টাইটান্স। জবাবে মেহেদি হাসান মিরাজের ফিফটি ও মমিনুল হকের দুর্দান্ত ইনিংসে সাত উইকেট হাতে রেখেই জয় পায় রাজশাহী।
মৌসুমে এটাই রাজশাহীর প্রথম জয়। অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই (দলীয় ১১ রানে) ফিরে গিয়েছেন মোহাম্মদ হাফিজ (৬)। তাইজুল ইসলামের বলে আরিফুলকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
এদিনে তিন নম্বরে নেমেছেন দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন তিনি। পাওয়ার প্লে'তে মমিনুল হককে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহ ৪৭ এ পৌঁছে দেন।
অবশ্য পাওয়ার প্লে'তে আক্রমণাত্মক খেললেও পাওয়ার প্লে শেষে সাবধানী হয়ে খেলেন মমিনুল-মিরাজরা। দুজনে মিলে গড়েছেন ৮৯ রানের জুটি। পল স্টার্লিংয়ের বলে শরিফুলকে ক্যাচ দিয়ে ফেরার আগে মমিনুল করেন চারটি চারে ৪৩ বলে ৪৪ রান।
কিন্তু মমিনুল ফিরলেও ফিফটি তুলে নেন মিরাজ। টি-টুয়েন্টি ক্রিকেটে এটাই তাঁর প্রথম ফিফটি। ফিফটি তুলে নিয়ে বিদায় নেন মিরাজ। জহির খানের বলে বোল্ড হয়ে ফেরা মিরাজ করেন ৪৫ বলে ছয়টি চার এবং একটি ছয়ে ৫১ রান।

শেষে সৌম্য সরকার (১১*) লরি ইভান্সের (১*) ব্যাটে জয় পায় রাজশাহী। এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইটান্স দলপতি মাহমুদুল্লাহ। আগে ব্যাটিংয়ে নেমে খুলনার দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও পল স্টার্লিং দারুণ শুরু করেন।
এই দুজনে ওপেনিংয়ে যোগ করেন ৪০ রান। স্টার্লিং ১৬ রান করে এক্সট্রা কভারে মমিনুলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মুস্তাফিজুর রহমানের বলে। শুরু থেকেই দেখে শুনে খেলছিলেন জুনায়েদ সিদ্দিকী।
তিনি ২৩ রান করে ইসুরু উদানার বলে উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন ফজলে মাহমুদের হাতে। জহুরুল মাত্র ১ রান করে আরাফাত সানির শিকার হয়েছে। মাহমুদুল্লাহ ১১ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন মুস্তাফিজুর রহমানের বলে।
আরিফুলও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১২ রান করে কাইস আহমেদের বলে আউট হয়েছেন। এরপর ডেভিড মালান ও ভিসের ব্যাটে দলীয় শতক পূরণ হয় খুলনার। মালান দেখেশুনে খেলছিলেন একপ্রান্ত আগলে রেখে।
তবে, ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তিনিও। তিনি ২২ রান করে সৌম্য সরকারের বলে ইভান্সের হাতে ক্যাচ দিয়েছেন লং অনে। ভিসে ১৪ বলে ১৪ রান করে ইসুরু উদানার বলে বোল্ড আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় মূলত বড় সংগ্রহ গড়া হয়নি দলটির।
শেষ দিকে, শরিফুল ১ রান করে রান আউট ও শুভাশিষ ০ রান করে উদানার বলে বোল্ড হলে নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ থামে ১১৭ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইটান্সঃ ১১৭/৯ (২০ ওভার)
(জুনায়েদ ২৩, মালান ২২; উদানা ৩/১৫, মুস্তাফিজ ২/১৮)
রাজশাহী কিংসঃ ১১৮/৩ (১৮.৫ ওভার)
(মিরাজ ৫১, মমিনুল ৪৪, স্টার্লিং ১/৯)