promotional_ad

আরেকটি 'বিপিএল' চান মুশফিক

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টি-টুয়েন্টি ক্রিকেটে নিজেদের পরিচর্যা করার কোন সুযোগ নেই জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের। কিন্তু বিপিএলের মতো এমন আরেকটি আসর যদি তাঁরা পেয়ে থাকেন তাহলে দেশের ক্রিকেটেরই উন্নতি হবে মনে করছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।


উল্লেখ্য, সারা বছর ঢাকা প্রিমিয়ার লীগ, জাতীয় ক্রিকেট লীগ, বাংলাদেশ ক্রিকেট লীগের মতো আসরে ব্যস্ত থাকে স্থানীয় ক্রিকেটাররা। ওয়ানডে বা টেস্ট ফরম্যাট আয়ত্তে আনার মঞ্চ পেলেও টি-টুয়েন্টি ফরম্যাটে মঞ্চের অভাবে সামর্থ্য প্রমাণে বঞ্চিত হন তাঁরা।


'আমার মনে হয় এটার (বিপিএল) বাইরেও যদি কোন টুর্নামেন্ট আয়োজন করা যায়। এরকম একটা স্লট করা যায়, যারা বাইরে তাঁদের জন্যই না আমাদের জন্যও কাজে দেবে। একটানা সূচির কারণে হয়ত কঠিন। 



promotional_ad

'কিন্তু যারা বাইরে আছে তাঁদের নিয়ে একটা টুর্নামেন্ট করলে যেকোন একটা দল করতেও সহজ হয়। আমার মনে হয় এটা নিয়ে তারা চিন্তা করছেন।'; জানিয়েছেন মুশফিক। 


অন্যান্য টি-টুয়েন্টি আসর না থাকায় বিপিএলে খেলার সুযোগ মিললেই উইকেট, কন্ডিশন থেকে শুরু করে সব ধরণের সমস্যায় পতিত হন স্থানীয়রা। স্থানীয়দের পক্ষে যুক্তি স্থাপন করার সময় তিনি জানান,


'যারা জাতীয় দলের বাইরে আছে তাদের ভালো করাটা কঠিন। সারা বছর কিন্তু এই একটা টুর্নামেন্টই তারা খেলে। এমনকি অনুশীলন ম্যাচও খেলে না। তারা এসেই ভালো করাটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। 


'আমরা যারা জাতীয় দলে খেলি আমাদের সঙ্গে তুলনা করলে তো বটেই, আমরা সারা বছরই তিনটা ফরম্যাটে খেলি। এমনকি বাংলাদেশের হয়েও খেলি। আমাদের জন্য তুলনামূলক সহজ। এরপরও যারা এসেই ভালো খেলছে তারা দুর্দান্ত, তাঁদের টুপি খোলা সম্মান।'



আর টি-টুয়েন্টি ফরম্যাটের বিশেষজ্ঞ ক্রিকেটার খুঁজে বের করার মিশন যদি শুধু বিপিএলের উপরই সীমাবদ্ধ থাকে, তাহলে এতে কোন লাভ দেখছেন না মুশফিক। বরঞ্চ এসব লীগেও বাড়তি চাপ নিতে হচ্ছে জাতীয় দলে খেলা ক্রিকেটারদেরই।  


'আমাদের অনেককে (জাতীয় দলে খেলা সিনিয়রদের) বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হয়। আমার মনে হয় যত দিন যাবে জাতীয় দলের খেলোয়াড়রাও আরও বড় বড় ইনিংস খেলবে এবং তাঁরাই লিড দেবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball