ভয়ঙ্কর শেহজাদকে ফেরালেন তাসকিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ১৬৮/৫ (২০ ওভার) (ওয়ার্নার-৫২, পুরান- ৫২*) (ফ্রাইলিঙ্ক- ৩/২৬ নাঈম- ১/২০)
চিটাগাং ভাইকিংসঃ ৬/১ (১ ওভার) (ডেলপোর্ট- ০*, আশরাফুল- ০*)
টসঃ সিলেট (ব্যাটিং)

ভাইকিংস শিবিরে তাসকিনের আঘাতঃ
সিলেটের ছুঁড়ে দেয়া ১৬৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে মুশফিকের দল। তাসকিন আহমেদের করা প্রথম ওভারের চতুর্থ বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ভাইকিংসদের আফগান রিক্রুট মোহাম্মদ শেহজাদ।
তাসকিনের করা শর্ট বলটি মিড অফের ওপর দিয়ে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। কিন্তু ঠিক মতো ব্যাটে বলে করতে না পারায় ধরা পড়েন ওয়ার্নারের কাছে। ফলে ৬ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। শেহজাদের পর বর্তমানে ক্রিজে নেমেছেন মোহাম্মদ আশরাফুল। এই রিপোর্ট লেখা পর্যন্ত চিটাগাংয়ের স্কোর ১ উইকেটে ৬ রান।
সিলেট সিক্সার্স একাদশঃ
লিটন দাস (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, আফিফ হোসেন, সাব্বির রহমান, নিকোলাস পুরান, অলোক কাপালি, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানে, আল-আমিন হোসেন, মোহাম্মদ ইরফান।
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, রবার্ট ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ।