জোড়া অর্ধশতকে সিলেটের বড় সংগ্রহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলের আজকের ম্যাচে চিটাগাং ভাইকিংসের সামনে ১৬৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্স। এদিন ব্যাট হাতে ৩২ বলে ৫২ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছেন উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান।
দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ওয়ার্নারও। ৪৭ বলে ৫৯ রানের অসাধারণ একটি ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। মাত্র ৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর আফিফ হোসেনের সাথে ৭১ রানের জুটি গড়ে বিপদমুক্ত করার মূল কারিগর ছিলেন এই ওয়ার্নার।
খালেদ আহমেদের প্রথম শিকার হওয়া আফিফ ২৮ বলে ৩টি ছয় এবং ৫টি চারের সাহায্যে ৪৫ রান করলেও ইনিংসের ১৯তম ওভার পর্যন্ত পুরানের সাথে ক্রিজে ছিলেন অজি তারকা ব্যাটসম্যান। জুটি গড়েছিলেন ৭০ রানের।
রবার্ট ফ্রাইলিঙ্কের তৃতীয় শিকার হয়ে ফেরার আগে ২টি চার এবং ১টি ছয় হাঁকিয়ে ৫৯ রান করেন তিনি। তবে অজি হার্ডহিটার ফিরলেও রানের চাকা সচল রেখেছিলেন উইন্ডিজ ব্যাটসম্যান পুরান।

ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে অর্ধশতক তুলে নেয়ার পাশাপাশি দলকে বড় পুঁজিও এনে দিয়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তাঁর সাথে ২ রানে অপরাজিত ছিলেন অলোক কাপালি।
চিটাগাং ভাইকিংসদের বোলারদের মধ্যে সবথেকে সফলতার পরিচয় দিয়েছেন প্রোটিয়া পেসার রবার্ট ফাইলিঙ্ক। ৪ ওভার বোলিং করে ২৬ রান খরচায় ৩টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান এবং খালেদ আহমেদ।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ১৬৮/৫ (২০ ওভার) (ওয়ার্নার-৫২, পুরান- ৫২*) (ফ্রাইলিঙ্ক- ৩/২৬ নাঈম- ১/২০)
টসঃ সিলেট (ব্যাটিং)
সিলেট সিক্সার্স একাদশঃ
লিটন দাস (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, আফিফ হোসেন, সাব্বির রহমান, নিকোলাস পুরান, অলোক কাপালি, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানে, আল-আমিন হোসেন, মোহাম্মদ ইরফান।
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, রবার্ট ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ।