ওয়ার্নার, আফিফের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে সিলেট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ৬৫/৩ (৯ ওভার) (আফিফ- ৩৭*, ওয়ার্নার-১৯*) (ফ্রাইলিঙ্ক- ২/৫, নাইম-১/১৫)
টসঃ সিলেট (ব্যাটিং)
আফিফ, ওয়ার্নারের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে সিলেটঃ
মাত্র ৬ রানের মাথায় ৩টি উইকেট পড়ার পর অধিনায়ক ওয়ার্নার এবং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিলেট সিক্সার্স। দায়িত্বশীল ব্যাটিং করে এই দুই ব্যাটসম্যানই দলকে পার করিয়েছেন অর্ধশতকের কোটা।

মাত্র ২৩ বলে ৩টি ছয় এবং ৩টি চারের সাহায্যে ৩৭ রান করে ফেলেছেন তরুণ আফিফ। অপরদিকে ২০ বলে ১৯ রান নিয়ে তাঁর সাথে ব্যাটিং করছেন অজি ব্যাটসম্যান ওয়ার্নার। হাঁকিয়েছেন ১টি চার। এই রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের স্কোর ৩ উইকেটে ৬৫ রান।
বিপর্যয়ে ডেভিড ওয়ার্নারের দলঃ
চিটাগাং ভাইকিংসের বিপক্ষে আজ শুরুতে টসে জিতে শুরুতে ব্যাটিং করতে নেমেই বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিলো ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্সকে। মাত্র ৬ রানের মাথায় ৩টি উইকেট খুইয়ে বসেছিলো তারা।
ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসকে পয়েন্ট অঞ্চলে ক্যামেরন ডেলপোর্টের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান প্রোটিয়া পেসার রবার্ট ফ্রাইলিঙ্ক।
এরপর দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে সিলেট শিবিরে আঘাত হানেন স্পিনার নাইম হাসান। দীর্ঘ দিন পর ক্রিকেটে ফেরা নাসির হোসেনকে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি। নাইমের করা অফ স্ট্যাম্পের বাইরের বলটি স্লাইস করতে গিয়ে লং অন অঞ্চলে ধরা পড়েন তিনি। ফলে মাত্র ৩ রান নিয়ে সন্তুস্থ থাকতে হয় তাঁকে।
নাসিরের পর টিকতে পারেননি সাব্বির রহমানও। রানের খাতা খোলার আগেই ফ্রাইলিঙ্কের দ্বিতীয় শিকার হতে হয়েছে তাঁকে। তৃতীয় ওভারের চতুর্থ বলে এই প্রোটিয়া পেসার সাব্বিরের স্ট্যাম্প ভেঙ্গে সাজঘরে পাঠান।
উল্লেখ্য আজ শফিকুর রহিমের চিটাগাং ভাইকিংসের বিপক্ষে আজ একটি মাত্র পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। আজ সিলেটের একাদশে তৌহিদ হৃদয়ের পরিবর্তে জায়গা পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে আজ খেলতে নামছে মুশফিকের ভাইকিংস।
সিলেট সিক্সার্স একাদশঃ
লিটন দাস (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, আফিফ হোসেন, সাব্বির রহমান, নিকোলাস পুরান, অলোক কাপালি, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানে, আল-আমিন হোসেন, মোহাম্মদ ইরফান।
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, রবার্ট ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ।