সিলেটের একাদশে নাসির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংসের বিপক্ষে আজ একটি মাত্র পরিবর্তন নিয়ে মাঠে নামছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স।
আজ সিলেটের একাদশে তৌহিদ হৃদয়ের পরিবর্তে জায়গা পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে আজ খেলতে নামছে মুশফিকের ভাইকিংস।
দীর্ঘ দিন থেকে লিগামেন্টের ইনজুরিতে ভোগা নাসির এই ম্যাচ দিয়েই ফিরতে যাচ্ছেন মাঠে। সুতরাং তাঁর প্রতি বাড়তি নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।

এছাড়াও গত ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারা অধিনায়ক ডেভিড ওয়ার্নারও আজ নিজেকে প্রমাণ করতে চাইবেন। এরই মধ্যে অবশ্য টসে জিতে ব্যাটিং করতে নেমেছেন তিনি।
সিলেট সিক্সার্স স্কোয়াডঃ
লিটন দাস (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, আফিফ হোসেন, সাব্বির রহমান, নিকোলাস পুরান, অলোক কাপালি, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানে, আল-আমিন হোসেন, মোহাম্মদ ইরফান।
চিটাগাং ভাইকিংস স্কোয়াডঃ
মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, রবার্ট ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ।