promotional_ad

সাকিবদের দ্বিতীয় জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা ডাইনামাইটসের চেয়ে শক্তিমত্তার দিক থেকে যে কতটা পিছিয়ে আছে খুলনা টাইটান্স তার প্রমাণ বেশ ভালোভাবেই দেখা গিয়েছে আজ বিপিএলের পঞ্চম ম্যাচে। সাকিব আল হাসানের দলের বিপক্ষে খেলতে নেমে একেবারেই প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। 


ম্যাচটিতে তারা হেরেছে ১০৫ রানের বিশাল ব্যবধানে। ডাইনামাইটসের ছুঁড়ে দেয়া ১৯৩ রানের পাহাড়সমান লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৩ ওভারে ৮৭ রানে অলআউট হয়েছে রি??াদ বাহিনী। শেষ ব্যাটসম্যান আলি খান পিঠের ইনজুরিতে থাকায় এক উইকেট থাকার পরেও পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে খুলনা। ফলে এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল ঢাকা ডাইনামাইটস।


এদিন ঢাকার বোলারদের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেননি খুলনার ব্যাটসম্যানেরা।সবথেকে বিধ্বংসী ছিলেন অধিনায়ক সাকিব। বলা যায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি বল হাতে। ৩ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় ৩টি উইকেট তুলে নিয়েছেন তিনি। ২০ রানে ২ উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন শুভাগত হোম এবং মোহর শেখ। 


সাকিব, নারিনদের দারুণ বোলিংয়ের সামনে এক জুনায়েদ সিদ্দিকি ছাড়া আর কেউই সেভাবে রানের খাতা খুলতে পারেনি। খুলনার এই ওপেনার মাত্র ১৬ বলে ৩১ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছেন। কিন্তু দলীয় ৩৫ রানের মাথায় সেই সাকিবের বলেই আউট হতে হয়েছে তাঁকে। এছাড়া ১৯ রানে অপরাজিত ছিলেন অলরাউন্ডার আরিফুল হক। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লো সাকিবের ঢাকা। 


এর আগে ম্যাচটির শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে ঢাকা ডাইনামাইটসের আফগান রিক্রুট হজরতউল্লাহ জাজাইয়ের ৩৬ বলে ৫৭ রানের ইনিংসে ১৯২ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করিয়েছিলো সাকিবদের দল। মাত্র ৫টি ছক্কা এবং ৩টি চারের সাহায্যে এই ইনিংস খেলেন জাজাই। 


অবশ্য শুধু জাজাই নন, এদিন বিধ্বংসী রুপে আবির্ভূত হয়েছিলেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার রনি তালুকদার এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডও। খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহর প্রথম শিকার হওয়ার আগে ২টি ছয় এবং ৩টি চারের সাহায্যে ১৮ বলে ২৮ রান করেছেন রনি।  



promotional_ad

অপরদিকে মাত্র ২টি ছয় এবং সমান সংখ্যক চারের মাধ্যমে ১৬ বলে ২৭ রান এসেছে উইন্ডিজ হার্ডহিটার পোলার্ডের ব্যাট থেকে। খুলনার ডান হাতি পেসার আলি খানের বলে লং অফ অঞ্চলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে আউট না হলে আরও বড় ইনিংস খেলতে পারতেন তিনি। 


পোলার্ডের ক্যারিবিয়ান সতীর্থ রাসেলও কম যাননি অবশ্য। ২২ বলে ৩টি ছয়ের সাহায্যে ২৫ রান করে ডেভিড উইজের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন তিনি। তবে আজকের ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ঢাকার অধিনায়ক সাকিব। রানের খাতা খোলার আগেই ফিরতে হয়েছে তাঁকে। 


এদিন ঢাকার ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ের সামনে আইরিশ পল স্টারলিং এবং প্রোটিয়া ডেভিড উইজ ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি খুলনার বোলাররা। উভয় বোলার ২টি করে উইকেট নিলেও উইজের থেকে মিতব্যায়ী ছিলেন স্টারলিং। ১ ওভারে ২ রান খরচ করেছেন তিনি। যেখানে ৩ ওভারে ১৫ রান দিয়েছেন উইজ।  


খুলনা টাইটান্স একাদশঃ


পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হাসান শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড উইজ, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, আলি খান, জাহির খান, তাইজুল ইসলাম। 


ঢাকা ডাইনামাইটস একাদশঃ 


হজরতউল্লাহ জাজাই, সুনীল নারিন, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন, মিজানুর রহমান, মোহর শেখ।



সংক্ষিপ্ত স্কোরঃ 


ঢাকা ডাইনামাইটসঃ ১৯২/৬ (২০ ওভার) (জাজাই- ৫৭, রনি-২৮) (উইজ- ২/১৫, স্টারলিং- ২/২) 


খুলনা টাইটান্সঃ ৮৭ (১৩ ওভার) (জুনায়েদ- ৩১, আরিফুল- ১৯*) (সাকিব-৩/১৮, নারিন-২/২০)  


ম্যাচ সেরাঃ হজরতউল্লাহ জাজাই


টসঃ খুলনা (বোলিং)


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball