খুলনা শিবিরে সাকিবের আঘাত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডাইনামাইটসঃ ১৯২/৬ (২০ ওভার) (জাজাই- ৫৭, রনি-২৮) (উইজ- ২/১৫, স্টারলিং- ২/২)
খুলনা টাইটান্সঃ ১৫/১ (২ ওভার) (জুনায়েদ-১৪*, জহুরুল-০*) (সাকিব-১/১, রাসেল-৪/০)
টসঃ খুলনা (বোলিং)

সাকিবের ব্রেক থ্রুঃ
ঢাকা ডাইনামাইটসের ছুঁড়ে দেয়া ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়তে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আইরিশ ওপেনার পল স্টারলিংকে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান সাকিব।
তাঁর করা বলটি লেগ সাইডে তুলে মারতে গিয়েছিলেন স্টারলিং। কিন্তু বলটি ব্যাটের কানায় লেগে উঠে যায় ওপরে। পরবর্তীতে ডান দিক থেকে দৌড়ে এসে মিড অন অঞ্চলে ক্যাচটি লুফে তালুবন্দি করেন ক্যারিবিয়ান রাসেল। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত ডাইনামাইটসদের স্কোর ১ উইকেটে ১৫ রান।
খুলনা টাইটান্স একাদশঃ
পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হাসান শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড উইজ, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, আলি খান, জাহির খান, তাইজুল ইসলাম।
ঢাকা ডাইনামাইটস একাদশঃ
হজরতউল্লাহ জাজাই, সুনীল নারিন, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন, মিজানুর রহমান, মোহর শেখ।