promotional_ad

স্মিথ-ওয়ার্নারের আগমনেও অ্যাশেজ জিতবে না অজিরাঃ ভন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ পরাজয়ের পর অস্ট্রেলিয়া দল নিয়ে কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এই অস্ট্রেলিয়া দল আসন্ন অ্যাশেজ সিরিজে কিছুই করতে পারবে বলে মনে করছেন না এই কিংবদন্তী। এমনকি স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের দলে ফেরাও ভালো কিছু বয়ে আনবে না তাদের জন্য।


৭১ বছরের ইতিহাসকে চুরমার করে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে ভারত। যে সিরিজে দেখা গিয়েছে সম্পূর্ণ অচেনা অস্ট্রেলিয়াকে। ব্যাটিং কিংবা বোলিং কোন বিভাগেই ধারাবাহিক ছিল না তারা। যেখানে তাদের আরও মনোযোগী হতে হবে, পরামর্শ ভনের।



promotional_ad

এমন দলের সাথে স্মিথ-ওয়ার্নারের যোগ দেয়ায় যদি ভালো কিছু আশা করে অজিরা, তাহলে সেটা ঠাট্টা ছাড়া কিছুই নয় ইংলিশ সাবেক এই অধিনায়কের চোখে। লন্ডনস টেলিগ্রাফ সংবাদপত্রে নিজের কলামে ইংল্যান্ডের হয়ে ৮২ টেস্ট খেলা ভন লিখেছেন,


'অস্ট্রেলিয়ার এই গ্রীষ্মে ইংল্যান্ডকে হারানোর কোন পথ দেখছি না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের কঠিনভাবে মূল্যায়ন না করছে। ব্যাটিং কৌশলে তাদের আরও ভালো হতে হবে এবং বোলিংয়ের দিকে হতে হবে আরও ধারাবাহিক।


'তাদের দলের প্রতিটি জায়গা অবশ্যই উন্নতি করতে হবে। যদি তারা ভাবে স্মিথ এবং ওয়ার্নারের ফিরে আসলে সবকিছু উজ্জ্বল হয়ে যাবে তাহলে বলব তারা নিজেদের নিয়ে নিজেরাই ঠাট্টা করছে।'



স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞার পর থেকে যেন পথ হারিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। বাইরে কিংবা ঘরের মাঠে পরাজয়ের গ্লানি টেনেই চলছে তারা। অজিদের সাবেক অধিনায়ক এবং সহঅধিনায়কের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মার্চে।


এরপর আবার দলের সাথে যোগ দিবেন তারা। কিন্তু অধারাবাহিক এই অস্ট্রেলিয়া আগামী আগস্টে শুরু হওয়া অ্যাশেজে কোন আলো ছড়ানোর আভাসি পাচ্ছেন না সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball