'ব্যস্ত' অধিনায়ক স্মিথকে মেহেদির পছন্দ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের অধীনে প্রথমবারের মত খেলছেন কুমিল্লার অলরাউন্ডার মেহেদি হাসান। এবারের আসরের প্রথম ম্যাচ থেকেই স্মিথের অধিনায়কত্বের ধাঁর টের পেয়েছে ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। মাঠে ক্রিকেটারদের সবসময় ব্যস্ত রাখা, ম্যাচে মনোযোগী করা স্মিথের বড় গুণ।
মাঠে স্মিথের অধীনে খেলার অভিজ্ঞতা মেহেদি হাসানের মত স্থানীয় ক্রিকেটারদের জন্য নতুন অভিজ্ঞতা। কুমিল্লার সাথে বিদেশি অধিনায়ক স্মিথ কেমন মানিয়ে নিচ্ছেন এই প্রসঙ্গে মেহেদি বলেন,

'স্মিথ অধিনায়ক হিসেবে, মানুষ হিসেবে সব দিক থেকেই ভালো। ম্যাচে নিজেকে এবং সবাইকে ব্যস্ত রাখে সে, যেটা টি-টুয়েন্টিতে ক্রিকেটের জন্য অনেক জরুরী। সবাইকে সে খেলায় মনোযোগী রাখে।
'আসলে তাঁর জন্য একদিনেই সবার সাথে মানিয়ে নেয়া সম্ভব নয়। খেলতে খেলতে সে আমাদের উন্নতির জন্য আরও সাহায্য করতে পারবে। সবার সাথেই সে অনেক মিশুক।'
স্মিথের অধিনায়কত্বে প্রথম ম্যাচ জয় দিতে বিপিএলের ষষ্ঠ আসরের শুরু করেছে কুমিল্লা। টুর্নামেন্টের সময় গড়ানোর সাথে সাথে স্মিথ থেকে দেশীয় ক্রিকেটাররা অনেক শিক্ষাই অর্জন করতে পারবে, বিশ্বাস তরুণ মেহেদির।