কুমিল্লার বিপক্ষে খেলছেন গেইল?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএল উদ্বোধনী দিনের সকালেই ঢাকায় এসে পৌঁছেছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। কিন্তু আসরে তাঁর দল রংপুর রাইডার্স দুটো ম্যাচ খেলে ফেললেও এখনও মাঠে নামেননি গেইল। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রংপুরের তৃতীয় ম্যাচে খেলছেন তিনি।
গণমাধ্যমকে এই ব্যাপারে নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের ওপেনার মেহেদি মারুফ। গেইল দলে ফিরলে ব্যাটিং অর্ডারে নিচের দিকেও নামতে হতে পারে মারুফকে। কেননা আগের ম্যাচে রংপুরকে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট এনে দিয়েছেন ওপেন করতে নামা রাইলি রুশো।

সোমবার দিন হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মারুফ জানান, 'কোচের সঙ্গে আমার এই ব্যাপারে কথা হয়েছে। দলের প্রয়োজনে এরকম কিছু হলে (ব্যাটিং অর্ডারে পরিবর্তন) আমি অবশ্যই প্রস্তুত।'
উল্লেখ্য, বিপিএল খেলার জন্য উইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তি পত্র পেতে দেরি হয়েছে গেইলের। গত রবিবার ক্যারিবিয়ান অঞ্চলে সাপ্তাহিক ছুটি থাকার কারণে অনাপত্তিপত্র হাতে পেতে বিলম্ব হয় তাঁর।
নিয়ম অনুযায়ী অনাপত্তি পত্র হাতে পাওয়ার পরই গেইলকে খেলাতে পারবে রংপুর, তার আগে নয়। খুলনার বিপক্ষে ম্যাচে রংপুর মাঠে নামার পরেই গেইলের অনাপত্তি পত্র হাতে পেয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।
এদিকে আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটিতে জয়ের দেখা মিলেছে মাশরাফি বাহিনীর। প্রথম ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে হেরে গেলেও খুলনার বিপক্ষে আট রানে জিতে দুই পয়েন্ট অর্জন করেছে রংপুর।