বোলিংয়ে আরও ধাঁর বাড়াতে চান খালেদ

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচেই বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন চিটাগং ভাইকিংসের পেসার খালেদ আহমেদ। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে কিপটে বোলিং করে প্রতিপক্ষকে স্বল্প রানে বেঁধে রাখতে রেখেছিলেন অগ্রণী ভূমিকা। নিজের বোলিংয়ের এই ধাঁর আরও শাণিত করতে চান তরুণ এই ক্রিকেটার।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে শক্তিশালী ব্যাটিং লাইন আপে গড়া রংপুরের বিপক্ষে চার ওভার বোলিং করছেন খালেদ। রান খরচ করেছেন মাত্র ১৫, উইকেটও নিয়েছেন একটি। ৩.৭৫ ইকোনমিতে বোলিং করা খালেদ সামনে এই ইকোনমি আরও কমিয়ে আনতে দৃঢ় প্রত্যয়ী।

'শেষ ম্যাচে যেমন বোলিং করেছি, আমি চাইব আগামীতে এর চেয়ে আরও ভালো বোলিং করতে। ৪ ওভারে ১৫ রান দিয়েছি, চাইব আরও ভালো বোলিং করে ইকোনমিটা আরও কমিয়ে আনতে,' সোমবার মিরপুরে সাংবাদিকদের বলেছিলেন ২৬ বছর বয়সী খালেদ।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করায় জাতীয় দলের টেস্ট দলে অভিষেক হয়েছিল খালেদের ২০১৮ সালের জিম্বাবুয়ে সিরিজে। একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই ডানহাতি পেসার। দুর্ভাগ্যবশত উইকেট না পেলেও ভালো বোলিং করেছিলেন তিনি।
এখন অবধি ২৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা খালেদের উইকেট সংখ্যা ৫১টি। যেখানে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন তিনবার।
ঘরোয়া লিস্ট 'এ' ক্রিকেটেও দুর্দান্ত তিনি। যেখানে ২২ ম্যাচে ৩৪টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। দুইবার চার উইকেট করে নিয়েছেন এই পেসার।