অধিনায়কত্বে অভ্যস্ত মিরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অধিনায়কত্ব করছেন তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তবে বিপিএলে প্রথম হলেও এই দায়িত্বে অভ্যস্ত মিরাজ।
রাজশাহী কিংসের হয়ে বিপিএলের ষষ্ঠ আসরে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়েছেন ২১ বছর বয়সী মিরাজ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৪ এবং ২০১৬ দুই বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন তিনি।

মিরাজের অধিনায়কত্ব নিয়ে রাজশাহী কিংসের স্পিনার আরাফাত সানি বলেন, 'মিরাজ হয়ত বিপিএলে প্রথম অধিনায়কত্ব পালন করতেছে। কিন্তু সে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে অভ্যস্ত। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিল সে, সেরা ক্রিকেটারও হয়েছে আমাদের। ওর জন্য একটু বাড়তি দায়িত্ব বলা যায়। আমরা ওকে ইতিবাচক সহায়তা করছি সে যা করতে চায়।'
আসরের প্রথম ম্যাচেই মিরাজের নেতৃত্বে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে রাজশাহী। কিছুটা বাড়তি দায়িত্ব হলেও দলের সকলের সাহায্য পাচ্ছেন মিরাজ।
তাঁর নেতৃত্বে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল টাইগার যুবারা। এখন পর্যন্ত বয়সভিত্তিক পর্যায়ে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য।
টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মিরাজ সময়ের সাথে সাথে তিন ফরম্যাটেই দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন। বল এবং ব্যাট হাতে করছেন নিয়মিত পারফর্মেন্স। এবার রাজশাহী কিংসের অধিনায়কত্ব করছেন বিপিএলের সর্ব কনিষ্ঠ অধিনায়ক মিরাজ।