promotional_ad

সাকিবদের বিপক্ষে এবার জিতবেন মাহমুদুল্লাহরা?

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) মঙ্গলবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১২.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।


ম্যাচের আগের মানসিকভাবে চাঙ্গা সাকিব আল হাসানের ঢাকা। আসরে নিজেদের একমাত্র ম্যাচ খেলে রাজশাহী কিংসের বিপক্ষে ৮৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে তাঁরা। অপরদিকে সস্তিতে নেই খুলনা।


নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ রানে হেরেছে তাঁরা। পরিসংখ্যানেও পিছিয়ে আছে মাহমুদুল্লাহরা। শেষ তিন ম্যাচের তিনটিতেই ঢাকার বিপক্ষে হেরেছিল তাঁরা। 



promotional_ad

তাই এই ম্যাচে খুলনার নজর থাকবে জয় দিয়ে আসরে পয়েন্টের খাতা খোলা। অপরদিকে জয়ের ধারা বজায় রাখার হুংকার আগেই দিয়ে রেখেছেন ডায়নামাইটস অধিনায়ক সাকিব।


পিচ এবং কন্ডিশনঃ
শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলাগুলোতে উইকেট তুলনামূলক স্লো দেখা গিয়েছে। ম্যাচগুলোও হয়েছে লো স্কোরিং। ধারণা করা যাচ্ছে, এই ম্যাচেও ব্যতিক্রম কিছু হবে না।


নজর থাকবে যাদের ওপরঃ


হজরতউল্লাহ জাজাই (ঢাকা ডায়নামাইটস)- এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ঢাকার ওপেনার হজরতউল্লাহ জাজাই। চারটি চার এবং সাতটি ছয় হাঁকিয়ে ৪১ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। খুলনার বিপক্ষে নয়, পুরো আসরেই হুমকি হয়ে থাকবেন এই আফগান ক্রিকেটার।



পল স্টার্লিং (খুলনা টাইটান্স)- দল হারলেও প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন খুলনা টাইটান্সের আইরিশ ওপেনার পল স্টার্লিং। গত ম্যাচে ৩৮ বলে ফিফটি তুলে নেওয়া স্টার্লিং ফিরেছেন ৪৬ বলে আটটি চার এবং একটি ছক্কায় ৬১ রান করে। ঢাকার বিপক্ষেও খুলনার ভক্তদের নজর থাকবে তাঁর ওপর।


ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্র বার্জ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।


খুলনা টাইটান্স স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, পল স্টার্লিং, ডেভিড উইজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball