দলীয় নৈপুণ্যে জয় পেয়েছিঃ রুশো

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দলের ব্যাটসম্যান এবং বোলারদের সমান নৈপুণ্যেই মৌসুমে নিজেদের প্রথম জয় এসেছে রংপুর রাইডার্সের, মনে করছেন দলের ওপেনার রাইলি রুশো।
প্রথমে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করতে ব্যাটসম্যানদের যেমন ভূমিকা আছে, তেমনি পরপর কয়েকটি উইকেট নিয়ে রংপুরকে ম্যাচে ফিরিয়েছে বোলাররা। ম্যাচ শেষে রুশো জানান,

'ব্যাটসম্যান বোলার সবাই যার যার কাজটি খুব ভালো করে করেছে। প্রথমে ব্যাটসম্যানরা রান করেছে। এরপরে বোলাররা গুরুত্বপূর্ণ সময়ে পরপর কিছু উইকেট নিয়ে আমাদের ম্যাচে ফিরিয়েছে। নতুন বলে কাজটি সহজ ছিল না।'
উল্লেখ্য, উদ্বোধনী জুটিতে ৯০ রান তোলা খুলনা টাইটান্সের তিনটি উইকেট ১০৮ রানের মধ্যেই তুলে নেন রংপুরের বোলাররা এরপরে আশা জাগালেও আর ম্যাচে ফিরতে পারেনি খুলনা।
এদিকে বিপিএলের গত আসরে খুলনা টাইটান্স দলে ছিলেন রুশো। এবার রংপুরের হয়ে মাঠে নেমে সেই খুলনার বিপক্ষেই জ্বলে উঠেছে তাঁর ব্যাট। পুরনো দলের বিপক্ষে এমন ব্যাটিং কি পূর্ব পরিকল্পিত ছিল রুশোর? জবাবে এই প্রোটিয়া ব্যাটসম্যান জানান,
'না। একেবারেই না। তবে তাদের ভাগ্য খারাপ ছিল, কেননা আমি ভালো খেলেছি। শেষ আসরে আমি দারুণ সময় কাটিয়েছি সেখানে। প্রতিযোগিতায় কিছু রান করতে পেরে ভালো লাগছে, এতে আমার আত্মবিশ্বাসও বেড়েছে।'