উইকেটে টিকে থাকাই লক্ষ্য ছিল রুশোর

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মিরপুরের উইকেটে ধৈর্যের পরীক্ষায় পড়তে হলো রংপুর রাইডার্স ওপেনার রাইলি রুশোকে। দারুণ ইনিংস খেলে খুলনা টাইটান্সের বিপক্ষে দলকে জেতানোর পরে তিনি জানালেন এমন উইকেটে ব্যাটসম্যানদের জন্য ধৈর্যশীল হওয়াটাই শ্রেয়।
রংপুরের ইনিংস শেষে রুশোর নামের পাশে আটটি চার ও দুটি ছক্কা যোগে ৫২ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস। কিন্তু ১৪৬.১৫ স্ট্রাইক রেটের এই ইনিংসটির শুরু হয়েছিল ধীর গতিতে।

এমনকি ইনিংসের ১৫ ওভারের সময়ও ৩৭ বল খেলে ৪১ রান ছিল রুশোর। শেষ পাঁচ ওভারে রবি বোপারার পাশাপাশি হাত খুলে খেলেছেন তিনিও। পুরস্কার বিতরণীতে জানিয়েছেন উইকেটে টিকে থাকাই মূল উদ্দেশ্য ছিল তাঁর।
'আপনি নিজেই বুঝতে পারবেন না যে এই উইকেটে আপনি কেমন রান করতে পারবেন। দলের মিটিংয়ে বলা হয়েছিল সময় নিয়ে খেলতে। একারণে আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি উইকেটে থাকার।
'রবি (বোপারা) যখন আসলো তখন আমরা সেভাবেই ব্যাট চালিয়েছি, যেভাবে আমরা চালাতে চেয়েছিলাম। রান শুরু করার আগে উইকেটে থিতু হওয়া এখানে গুরুত্বপূর্ণ।
রংপুরের ইনিংসে শেষ পর্যন্ত উইকেটে থেকে বোপারা করেন তিনটি চার ও একটি ছক্কায় ২৯ বলে ৪০* রান। দুজনের ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করেছে রংপুর।