বিপিএলে আফ্রিদির আগমনী বার্তা

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শের-ই-বাংলায় দিনের প্রথম ম্যাচটি ছিল লো স্কোরিং ম্যাচ। সিলেট সিক্সার্সের ছুঁড়ে দেয়া ১২৮ রানের লক্ষ্যে খেলতে নামার পর যখন ৯৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিলো কুমিল্লা, ঠিক তখনই মাঠে দেখা যায় পুরনো শহীদ আফ্রিদিকে।
দুটি ছক্কা এবং পাঁচটি চারে মাত্র ২৫ বল খেলে ৩৯ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছেন তিনি। এক বল হাতে রেখে চার উইকেটের দারুণ একটি জয়ও এনে দিয়েছেন দলকে।

মৌসুমে এটাই ছিল স্টিভ স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচেই আফ্রিদির সৌজন্যে জয় পেয়েছে কুমিল্লা। এর আগে বল হাতেও রঙিন ছিলেন আফ্রিদি।
সাবেক পাক অধিনায়ক চার ওভারে ২৯ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। বিপিএল অভিষিক্ত তৌহিদ হৃদয়কে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি।
এছাড়া একটি মেডেন ওভার নিয়েছেন আফ্রিদি। মোট ডট বল দিয়েছেন ১৩ টি। সর্বোপরি ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করার আগে সিলেটকে রান সংকটে রেখেছিলেন তিনি।
দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে রংপুরের হয়ে ওপেনার রাইলি রুশো আটটি চার ও দুটি ছক্কায় ৫২ বলে ৭৬* রান করেছেন। আর দ্বিতীয় ইনিংসে খুলনা টাইটান্স ওপেনার পল স্টার্লিং করেছেন আটটি চার ও একটি ছক্কায় ৬১ রান।
তবে এসব পারফর্মেন্স থেকে তুলনামূলক কার্যকরী ছিল লো স্কোরিং উইকেটে ব্যাট এবং বল হাতে আফ্রিদির পারফর্মেন্স। আর তাই ক্রিকফ্রেঞ্জির নির্বাচিত দিনের সেরা পারফর্মার শহীদ আফ্রিদি।