রুশো-বোপারার নৈপুণ্য রংপুরের বড় সংগ্রহ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
রংপুর রাইডার্সঃ ১৬৯/৩ (২০ ওভার)
(রুশো ৭৬*, বোপারা ৪০*; জহির ১/৩০)
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স এবং রংপুর রাইডার্স। টসে হেরে আগে ব্যাট করে ওপেনার রাইলি রুশো ও অলরাউন্ডার রবি বোপারার দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৬৯ রান করেছে রংপুর ।

রংপুরের ইনিংসের শুরু থেকেই দেখেশুনে খেলেছেন দুই ওপেনার মেহেদি মারুফ এবং রাইলি রুশো। কিন্তু আলী খানের চতুর্থ ওভারের তৃতীয় বলে ফিরে যান মেহেদি(৫)।
চতুর্থ ওভারে মেহেদির উইকেট গেলেও রুশো এবং অ্যালেক্স হেলস জুটির কল্যাণে পাওয়ার প্লে'তে এক উইকেটে ৪২ রান তুলেছে রংপুর।
কিন্তু পাওয়ার প্লে'র পরে সপ্তম ওভারের প্রথম বলেই একটি চার ও একটি ছক্কায় নয় বলে ১৫ রান করা হেলসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেছেন খুলনা টাইটান্সের আফগান স্পিনার জহির খান।
তারপরে উইকেটে এসেই ওপেনার রাইলি রুশোর সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু দশম ওভারে কার্লোস ব্র্যাথওয়েটের বলে উইকেটরক্ষক জহুরুল ইসলামকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তিনটি চারে ১৭ বলে ১৯ রান করে ফেরেন মিঠুন।
উইকেটে দীর্ঘক্ষণ থাকার পরে ১৬তম ওভারে এসে হাত খুলেছেন রুশো। ধীর গতিতে এগিয়ে যাওয়া রুশো চড়াও হন আলীর উপর। টানা দুটি ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি তুলে নিয়েছেন তিনি।
তার আগে এই দুজনের জুটিতে দলীয় শতকের দেখা পেয়েছে রংপুর। রুশোর সঙ্গে সমানতালে এগিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন রবি বোপারা।
দুজনে মিলে গড়েছেন ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি। এই জুটিতেই চ্যালেঞ্জিং সংগ্রহ করেছে রংপুর। রুশো করেন আটটি চার ও দুটি ছক্কায় ৫২ বলে ৭৬* রান। বোপারা করেন তিনটি চার ও একটি ছক্কায় ২৯ বলে ৪০* রান।
খুলনা টাইটান্স একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, তাইজুল ইসলাম, পল স্টার্লিং, শরীফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, আলী খান, জহির খান।
রংপুর রাইডার্স একাদশঃ অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজি, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।