promotional_ad

এক ম্যাচ হাতে রেখেই প্রোটিয়াদের সিরিজ জয়

ছবি- গ্যাটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করে নিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের নয় উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। চারদিনেই শেষ হয়ে যায় টেস্ট ম্যাচটি।  


পাকিস্তানের দেয়া ৪১ রানের লক্ষ্যে অনায়াসেই পৌঁছে যায় প্রোটিয়ারা। চতুর্থ দিনের নয় ওভার খেলতেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। যদিও এত অল্প রান তাড়ায় শুরুতেই উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা।


মাত্র চার রান নিতেই মোহাম্মদ আব্বাসের বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার থিউনিস ডি ব্রুইন। মাত্র দুই রান করে রিটার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলাও।


শেষ পর্যন্ত অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার ডিন এলগার। ২৪ রান নিয়ে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।


এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ডুয়াইন অলিভিয়ার এবং ডেল স্টেইনের দুর্দান্ত বোলিংয়ে ১৭৭ রানেই গুঁটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। সেই ইনিংসে ব্যাট হাতে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ (৫৬) ছাড়া আর কেউ অর্ধশতকের ঘর পার করতে পারেন নি।


৪৪ রানের ইনিংস খেলেছিলেন শান মাসুদ। প্রোটিয়াদের হয়ে চার উইকেট নিয়েছেন অলিভিয়ার এবং তিন উইকেট নিয়েছেন স্টেইন।


promotional_ad

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪৩১ রানের বিশাল সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। শুধু মাত্র দলের অধিনায়ক ডু প্লেসিসই শতক হাঁকিয়েছেন। ১০৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া এইডেন মার্করাম ৭৮ রানের ইনিংস এবং কুইন্টন ডি কক খেলেছেন ৫৯ রানের ইনিংস। পাকিস্তানের হয়ে চার উইকেট করে নিয়েছেন শাহীন শাহ আফিদি এবং মোহাম্মদ আমির।


২৫৪ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। আসাদ শফিক (৮৮), শান মাসুদ (৬১) এবং বাবর আজমের (৭২) ব্যাটিংয়ে ইনিংস পরাজয় এড়িয়েছে সফরকারী দলটি।


৭০.৪ ওভার খেলে ২৯৪ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। আফ্রিকার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা এবং ডেল স্টেইন। একটি করে উইকেট অলিভিয়ার এবং ফিল্যান্ডার


সংক্ষিপ্ত স্কোর


পাকিস্তান ১ম ইনিংসঃ ১৭৭ অলআউট (৫১.১ ওভার)


(মাসুদ ৪৪, সরফরাজ ৫৬; স্টেইন ৩/৪৮, অলিভিয়ের ৪/৪৮)


দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসঃ ৪৩১ অলআউট (১২৪.১ ওভার)


(ডু প্লেসিস ১০৩, মার্করাম ৭৮ ; আমির ৪/৮৮, শাহিন শাহ ৪/১২৩)


পাকিস্তান ২য় ইনিংসঃ ২৯৪ অলআউট (৭০.৪ ওভার)


(শফিক ৮৮, বাবর ৭২; স্টেইন ৪/৮৫, রাবাদা ৪/৬১)


দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংসঃ ৪৩/১ (৯.৫ ওভার)


(এলগার ২৪*, ডু প্লেসিস ২*; আব্বস ১/১৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball