promotional_ad

কুলদিপের পাঁচ উইকেট, ফলো-অনে অস্ট্রেলিয়া

ছবি- গ্যাটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে সিডনি টেস্টে ফলো-অনে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৩২২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে স্বাগতিকরা। আলোর সল্পতার কারণে মাত্র চার ওভার খেলা হয়েছে। বিনা উইকেটে ছয় রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে অজিরা। চার রান নিয়ে উসমান খাওয়াজা এবং দুই রান নিয়ে অপরাজিত আছেন মার্কাস হ্যারিস।


বৃষ্টির কারণে দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। ২৩৬ রান নিয়ে দিন শুরু করেছিল তারা, হাতে ছিল চার উইকেট। কিন্তু মাঠে নেমে কোন রান যোগ করতেই মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফিরে যান গত দিন ২৫ রানে অপরাজিত থাক প্যাট কামিন্স।


মিচেল স্টার্ককে নিয়ে হাল ধরার চেষ্টা করেন ২৮ রান নিয়ে ব্যাট করতে নামা পিটার হ্যান্ডসকম্ব। ২১ রানের জুটি গড়েন দুইজন। কিন্তু ব্যক্তিগত ৩৭ রানে জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন হ্যান্ডসকম্ব।


গত দিন তিন উইকেট নেয়া ভারতীয় স্পিনার কুলদিপ যাদবের বলে লেগ বিফোর হয়ে শূন্য রান করে ফেরেন নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নামা নাথান লায়ন। শেষ উইকেট জুটিতে ৪২ রানের জুটি গড়েন স্টার্ক এবং জস হ্যাজেলউড।


ব্যক্তিগত ২১ রান করে স্পিনার কুলদিপের বলে হ্যাজেলউড ফেরেন লেগ বিফোর হয়ে। ৩০০ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ২৯ রান নিয়ে অপরাজিত থাকেন স্টার্ক। কুলদিপ যাদব নেন অজিদের পাঁচ উইকেট।


দুটি করে উইকেট নিয়েছেন শামি এবং রবিন্দ্র জাদেজা। একটি উইকেট নিয়েছেন বুমরাহ। অজিদের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ ৭৯ রান করেছেন হ্যারিস।



promotional_ad

অস্ট্রেলিয়াকে ফলো-অনে আবার ব্যাটিংয়ে পাঠায় ভারত। চার ওভারে কোন উইকেট না হারিয়ে দিন শেষ করেছে অজি দুই ওপেনার।


এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে চেতেশ্বর পুজারা এবং রিশাভ পান্তের শতকের উপর ভর করে ৭ উইকেটে ৬২২ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত।


দ্বিশতকের সামনে গিয়েও পূজারা ফিরেছেন ১৯৩ রানে। ভারতীয় তরুণ ব্যাটসম্যান পান্ত ১৫৯ রান করে অপরাজিত ছিলেন দলের পক্ষে। মায়াঙ্ক আগারওয়াল (৭৭) এবং জাদেজা (৮১) খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস।


প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নিয়েছেন লায়ন, যার দলের সর্বোচ্চ। এছাড়া স্টার্ক একটি এবং হ্যাজেলউড নিয়েছেন দুই উইকেট।


সংক্ষিপ্ত স্কোর


ভারত প্রথম ইনিংসঃ ৬২২/৭ ডিঃ (১৬৭.২ ওভার)


(পুজারা ১৯৩, পান্ত ১৫৯; লায়ন ৪/১০১)



অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৩০০ অলআউট (১০৪.৫ ওভার)


(হ্যারিস ৭৯, হ্যান্ডসকম্ব ৩৭; কুলদিপ ৫/৯৯)


অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ ৬/০ (৪ ওভার)


(হ্যারিস ২*, খাওয়াজা ৪*; বুমরাহ ০/২) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball