promotional_ad

মোহরের স্মরণীয় অভিষেক

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিপিএলে স্মরণীয় অভিষেক হয়েছে মোহর শেখের। তবে রাজশাহীর ছেলে মোহরের অভিষেক হয়েছে রাজশাহী কিংসের বিপক্ষেই! আর নিজ জেলার নামে গড়া ফ্র্যাঞ্চাইজিকে গুঁড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ডায়নামাইটস বোলার।


শনিবারের ম্যাচে চার ওভার বল করে ২৪ রান খরচায় দুই উইকেট পেয়েছেন তিনি। রাজশাহীর ক্রিশ্চিয়ান জংকার এবং আলাউদ্দিন বাবুকে আউট সুইংয়ে পরাস্ত করেছেন তিনি। 



promotional_ad

বলে রাখা ভালো, মোহর শেখের আউটসুইং উল্লেখ করার মতোই দৃষ্টিনন্দন। বলের গতি অবশ্য ১৩০ কিমি/ঘণ্টা, তবে নিয়ন্ত্রণ বেশ ভালো।


দারুণ বোলিংয়ে শনিবার দিন ১২ টি ডট বলও দিয়েছেন মোহর শেখ। রুবেল হোসেন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের ভিড়ে ঢাকা একজন দারুণ বোলার দলে ভিড়িয়েছে, বলতে বাধা নেই।


২০১৮ সালের অক্টোবরে রাজশাহী বিভাগের হয়ে অভিষেক হয়েছে মোহরের। এখন পর্যন্ত চারটি প্রথম শ্রেণীর ম্যাচে খেলেছেন তিনি। নিয়েছেন ১৭ টি উইকেট। এর মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন দুবার করে। ম্যাচ সেরা বোলিং ১১৮ রান খরচায় আট উইকেট।



এর আগে ইমার্জিং সুপার কাপের একাদশে ছিলেন মোহর, তবে খেলা হয়নি তাঁর। ২১ বছর বয়সী মোহর দেশের ক্রিকেটের সম্ভাবনাময় পেসার, স্বপ্ন দেখাই যায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball