মোহরের স্মরণীয় অভিষেক

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে স্মরণীয় অভিষেক হয়েছে মোহর শেখের। তবে রাজশাহীর ছেলে মোহরের অভিষেক হয়েছে রাজশাহী কিংসের বিপক্ষেই! আর নিজ জেলার নামে গড়া ফ্র্যাঞ্চাইজিকে গুঁড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ডায়নামাইটস বোলার।
শনিবারের ম্যাচে চার ওভার বল করে ২৪ রান খরচায় দুই উইকেট পেয়েছেন তিনি। রাজশাহীর ক্রিশ্চিয়ান জংকার এবং আলাউদ্দিন বাবুকে আউট সুইংয়ে পরাস্ত করেছেন তিনি।

বলে রাখা ভালো, মোহর শেখের আউটসুইং উল্লেখ করার মতোই দৃষ্টিনন্দন। বলের গতি অবশ্য ১৩০ কিমি/ঘণ্টা, তবে নিয়ন্ত্রণ বেশ ভালো।
দারুণ বোলিংয়ে শনিবার দিন ১২ টি ডট বলও দিয়েছেন মোহর শেখ। রুবেল হোসেন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের ভিড়ে ঢাকা একজন দারুণ বোলার দলে ভিড়িয়েছে, বলতে বাধা নেই।
২০১৮ সালের অক্টোবরে রাজশাহী বিভাগের হয়ে অভিষেক হয়েছে মোহরের। এখন পর্যন্ত চারটি প্রথম শ্রেণীর ম্যাচে খেলেছেন তিনি। নিয়েছেন ১৭ টি উইকেট। এর মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন দুবার করে। ম্যাচ সেরা বোলিং ১১৮ রান খরচায় আট উইকেট।
এর আগে ইমার্জিং সুপার কাপের একাদশে ছিলেন মোহর, তবে খেলা হয়নি তাঁর। ২১ বছর বয়সী মোহর দেশের ক্রিকেটের সম্ভাবনাময় পেসার, স্বপ্ন দেখাই যায়।