দাপুটে জয়ে শুভ সূচনা সাকিবদের

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহী কিংসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে আসরের ফেভারিট দল ঢাকা ডায়নামাইটস।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ করেছে ঢাকা ডায়নামাইটস। জবাবে ১০৬ রানেই গুঁটিয়ে গিয়েছে রাজশাহীর ইনিংস।
বড় লক্ষ্য তাড়ায় মাত্র ৮ রানে ফিরেছেন রাজশাহীর ওপেনার মমিনুল হক। সাকিবের বলে ডিপ মিড উইকেটে মিজানুরকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
এরপরে আন্দ্রে রাসেলের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য সরকারও। এদিনে মাত্র চার রান করতে পেরেছেন তিনি।
পাওয়ার প্লে'তে দুই উইকেটে ৪৫ রান তোলে মোহাম্মদ হাফিজ এবং লরি ইভান্স। পাওয়ার প্লে'র পরের ওভারের প্রথম বলেই রান আউটের শিকার হন ইভান্স (১০)।
তারপরে নবম ওভারে কিংসের দুটি উইকেট শিকার করেছেন পেসার রুবেল হোসেন। দুই রান করা জাকির হাসানকে রাসেলের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি।

এরপরে লম্বা সময় উইকেটে থাকা হাফিজকেও ফিরিয়েছেন তিনি। হাফিজ করেছেন ২৮ বলে ২৯ রান। রাজশাহীর হয়ে শুরুর নয় ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কের রান করতে পেরেছেন কেবল হাফিজ এবং ইভান্স!
শেষদিকে নামা আরাফাত সানি এবং মুস্তাফিজুর রহমান যথাক্রমে ১৮ ও ১১* রান করেছেন, এতে কেবল পরাজয়ের ব্যবধানই কমেছে। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে থামে রাজশাহীর ইনিংস।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা ডায়নামাইটস শুরু থেকেই দুর্দান্ত খেলছিল। দুই ওপেনার সুনীল নারিন এবং হযরতউল্লাহ জাজাইয়ের ব্যাটে দারুণ শুরু পায় ঢাকা। মাত্র ২২ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন আফগান তারকা জাজাই।
অর্ধশতক তোলার পথে তিনি ৩টি চার ও ৫টি ছক্কার হাঁকিয়েছেন। পাওয়ার প্লের ৬ ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ৬৮ রান। এরপরে দুই ওপেনার জাজাই ও নারিনের ব্যাটে মাত্র ৯ ওভারেই দলীয় শতক তুলে নেয় ঢাকা।
তারপরে মোহাম্মদ হাফিজের বলে ৩৮ রান করা সুনিল নারিন লং অনে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। এর মধ্যে দিয়ে নারিন ও জাজাইয়ের ১১৬ রানের জুটির সমাপ্তি হয়।
থিতু হতে পারেননি মেহেদিও ব্যক্তিগত ৭৮ রানে জাজাই মেহেদী হাসান মিরাজের বলে লং অনে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। ব্যর্থ ছিলেন ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান।
মাত্র ২ রান করে আরাফাত সানির শিকার হয়েছেন তিনি। কাইরন পোলার্ড ফিরেছেন মাত্র ৩ রান করে। তিনি আউট হয়েছেন কাইস আহমেদের বলে। এরপর সোহান ১ রান করে ফিরলে বিপর্যয়ে পড়ে ঢাকা।
ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়ে ঢাকার বড় সংগ্রহ নিশ্চিত করেছেন আন্দ্রে রাসেল ও শুভাগত হোম। রাসেল করেন ১৯ বলে দুটি চার ও একটি ছয়ে ২১ রান। হোম করেছেন ১৪ বলে পাঁচটি চার ও দুটি ছয়ে ৩৮ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডায়নামাইটসঃ ১৮৯/৫ (২০ ওভার)
(জাজাই ৭৮, হোম ৩৮, নারিন ৩৮; সানি ২/২৩)
রাজশাহী কিংসঃ ১০৬/১০ (১৮.২ ওভার)
(হাফিজ ২৯, সানি ১৮ ; রুবেল ৩/৭, মোহর ২/২৪)