promotional_ad

ঢাকায় আফ্রিদি

ছবিঃ- কুমিল্লা ভিক্টোরিয়ান্স
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরে অংশ নিতে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আফ্রিদির ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। 


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬ই জুনের ম্যাচেই মাঠে নামবেন আফ্রিদি। তামিম ইকবালের নেতৃত্বে সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএলে যাত্রা শুরু করবেন তিনি। 


promotional_ad

এদিকে উইন্ডিজ বিধ্বংসী ওপেনার এভিন লুইসও শনিবারের মধ্যে কুমিল্লার সঙ্গে যোগ দিবেন বলে খবর পাওয়া গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার সঙ্গে যোগ দিয়েছেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ।


উল্লেখ্য, এবারই প্রথম কুমিল্লার হয়ে বিপিএল খেলবেন এই তিনজন তারকা ক্রিকেটার। স্মিথ আগে বিপিএলেই খেলেননি। আর গত বিপিএলে আফ্রিদি-লুইস দুজনেই খেলেছিলেন আসরের রানার্স আপ ঢাকা ডাইনামাইটসের হয়ে।


বিপিএলের দ্বিতীয় মৌসুম বাদে সব আসরেই খেলেছেন আফ্রিদি। আর এই নিয়ে তৃতীয় বারের মত বিপিএল মাতাতে আসছেন লুইস। এছাড়া দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে পাকিস্তানের আরেক ক্রিকেটার শোয়েব মালিকেরও। 


কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, লিয়াম ডওসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালামখেইল, আমির ইয়ামিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball