promotional_ad

সিরিজ জয়ের মিশনে নিউজিল্যান্ড

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাউন্ট মনগানুইতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং শ্রীলংকা। বাংলাদেশ সময় শনিবার সকাল সাত টায় শুরু হবে এই ম্যাচটি।


দুই টেস্ট ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জেতার পরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও জিতেছে নিউজিল্যান্ড। আর তাই মানসিকভাবে বেশ এগিয়ে কিউইরা। আগামী ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে তাঁরা।


এদিকে ২০১৫ সালের পরে ঘরের মাটিতে শ্রীলংকাকে মোট নয়টি ওয়ানডে হারিয়েছে কিউইরা, হেরেছে মাত্র তিনটিতে। এই পরিসংখ্যানেও এগিয়ে তাঁরা। অপরদিকে কঠিন সময় পার করছে শ্রীলংকা। গত দুই বছরে খেলা ৪৫ ওয়ানডে ম্যাচের ৩৪ টিতেই হেরেছে তাঁরা। 



promotional_ad

তবে একটি বিষয়ে স্বস্তি খুঁজে পেতে পারে শ্রীলংকা। দীর্ঘদিন পরে তিনশ রান অতিক্রম করেছে তাঁরা। আগের ম্যাচে ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩২৬ রান করেছিলো শ্রীলংকা, সেঞ্চুরি পেয়েছিলেন কুশল পেরেরা। অনেকদিন পরে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি।


এদিকে দারুণ ভারসাম্যপূর্ণ অবস্থা কিউইদের। প্রথম ম্যাচে মার্টিন গাপটিল এবং জেমস নিশাম দুর্দান্ত খেলেছেন। নয় মাস পরে খেলতে এসেই সেঞ্চুরি পেয়েছেন গাপটিল।


অপরদিকে ১৮ মাস পরে খেলতে আসা নিশাম খেলেছেন ৩৬১.৫৩ স্ট্রাইক রেটে। থিসারা পেরেরার একই ওভারে টানা পাঁচটি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি।


সম্ভাব্য একাদশঃ-



নিউজিল্যান্ডঃ মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর,হেনরি নিকোলস, টিম সেফার্ট (উইকেটরক্ষক), জেমস নিশাম, ইশ সোধি, ডগ ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।


শ্রীলঙ্কাঃ দানুশকা গুনাথিকালা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, থিসারা পেরেরা, লক্ষণ সান্দাকান, দুশমন্থ চামিরা, নুয়ান প্রদীপ, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball