বিপিএল মাতাতে ঢাকায় স্টিভ স্মিথ

ছবি: ছবিঃ- কুমিল্লা ভিক্টোরিয়ান্স

|| ডেস্ক রিপোর্ট ||
অবশেষে ঢাকায় এসেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন তিনি।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে স্মিথের ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৬ই জুনের ম্যাচেই মাঠে নামবেন স্মিথ।

তামিম ইকবালের অধিনায়কত্বে সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে যাত্রা শুরু করবেন তিনি। শুরুর ম্যাচেই তাঁর প্রতিপক্ষ স্বদেশী ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল।
উল্লেখ্য, স্মিথের বিপিএল খেলা নিয়ে কম জলঘোলা হয়নি। বল বিকৃতির ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ভোগ করা এই ক্রিকেটারকে ড্রাফটের বাইরে থেকে কিনে নেয় কুমিল্লা।
এরপরে কিছু ফ্র্যাঞ্চাইজির বাগড়া দেওয়ায় বিপিএলে আসা অনিশ্চিত হয়ে পড়ে স্মিথের। স্মিথ খেলতে পারবেন না- এমন ঘোষণাও দিয়েছে বিপিএল আয়োজকরা।
কিন্তু পরবর্তীতে সিংহভাগ ফ্র্যাঞ্চাইজির অনুমতি ও বিসিবির অনাপত্তিপত্র নিয়ে স্মিথকে বিপিএলে খেলানোর পক্ষে সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্টরা।